নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানিয়েছেন, জাতীয় পার্টি (জাপা) ২০০৮ সালে আমাদের মহাজোটে ছিল। তাদের সঙ্গে কৌশলগত জোট হতে পারে। সেজন্য তারা আমাদের সঙ্গে আলোচনা করছে ও করতে চায়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ শরিকদের কতগুলো আসন ছেড়ে দিতে পারে- এ প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, সেটা নিয়ে আলোচনা চলছে। যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের নির্বাচিত করার লক্ষ্যে আওয়ামী লীগ ছাড় দেবে।
জাপা বিরোধী দলে থেকে নির্বাচন করবে কি না- জানতে চাইলে তিনি বলেন, দলটি স্বাধীনভাবে নির্বাচন করছে। তারা কোনো কোনো আসনে আমাদের সঙ্গে সমঝোতা করতে চায়।
আরও পড়ুন: জাপার সঙ্গে আসন নিয়ে আলোচনা হয়নি
বাংলাদেশের রাজনীতিতে সবসময় এটা হয়ে আসছে। সেক্ষেত্রে কে নির্বাচিত হওয়ার যোগ্য, তা বিবেচ্য হবে। যেকোনো সমঝোতায়, যেকোনো দলের ক্ষেত্রে।
জাপাসহ অন্য শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার বিষয়ে মন্ত্রী বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি-জামায়াতের অপ-রাজনীতির বিরুদ্ধে জাপা আমাদের রাজনৈতিক সহযাত্রী হিসেবে কাজ করছে।
ড. হাছান মাহমুদ বলেন, এবার অনেকের প্রার্থিতা বাতিল হওয়ার পরও এখনো প্রতি আসনে ৭ জন করে প্রার্থী আছে।
একটি দল নির্বাচনে না এলে সেটা গ্রহণযোগ্য হবে না, এমন কথা কোথাও লেখা নেই। ১৯৭০ সালের নির্বাচনেও অনেক বড় নেতার দল অংশগ্রহণ করেনি। সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে।
সান নিউজে/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            