ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: বিশ্ব তথ্য অধিকার দিবস

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর), ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: গুগলের যাত্রা শুরু

ঘটনাবলী:

১৩৯৯ - দ্বিতীয় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসনচ্যুত হন।

১৪৪৮ - প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫২১ - তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।

১৭৬০ - রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী বার্লিন দখল করে।

১৮২৯ - পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে।

১৮৯২ - নৈশ ফুটবল খেলা প্রথম অনুষ্ঠিত হয়।

১৯০৬ - মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে কয়েকবার পরাজিত হওয়ার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

১৯২২ - বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

১৯২৯ - বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।

১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।

আজ থেকে আনুমানিক আড়াইশ’ বছরেরও কম সময় আগে চার্লস উইলকিন্স আর পঞ্চানন কর্মকার মিলে ছাপাখানার প্রথম বাংলা হরফ তৈরি করেছিলেন। এখন মুদ্রণশিল্প এতোটাই এগিয়ে গেছে যে, মাত্র এক যুগ আগের মুদ্রণকেও আমরা এখন প্রাচীনকালের বলে মন্তব্য করে ফেলি।

ভারতীয় উপমহাদেশের প্রথম মুদ্রণযন্ত্রটি স্থাপিত হয় ১৫৫৬ সালে, গোয়ায়। কাজটি করেন পর্তুগিজরা। ১৫৬৭ সালে গোয়ার ছাপাখানা থেকে এ অঞ্চলের প্রথম বই ছেপে বের হয়।

আরও পড়ুন: হেমন্ত মুখোপাধ্যায়’র প্রয়াণ

বাংলাপিডিয়া অনুসারে, ১৬৭০ সালে বোম্বেতে মুদ্রণ প্রযুক্তি চালু হয়। ইউরোপীয় মিশনারিদের প্রচেষ্টায় ভারতের বিভিন্ন অঞ্চলে চালু হয় ছাপাখানা। এই সকল ছাপাখানার অধিকাংশই অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ও ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে স্থাপিত হতে থাকে।

পর্তুগিজ ধর্মপ্রচারকরা লিসবন থেকে রোমান হরফে বাংলা বই ছাপিয়ে আনেন। সবচেয়ে পুরাতন বাংলা মুদ্রণের নমুনা পাওয়া গেছে ১৬৮২ সালে প্যারিসে মুদ্রিত একটি গ্রন্থে।

আরও পড়ুন: জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু

ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা উইলকিন্স ১৭৭৮ খ্রিস্টাব্দে হুগলি জেলার চুঁচুড়ায় একটি ছাপাখানা স্থাপন করেন। প্রথম দফায় উইলকিন্স যে টাইপ নির্মাণ করেন তাকে পরবর্তী সময়ে পঞ্চানন কর্মকার আরও মার্জিত করে উন্নতমানের টাইপ নির্মাণ করেছিলেন।

উইলকিন্সের সহকারী পঞ্চানন কর্মকার ছিলেন বাংলা টাইপ খোদাই করতে জানা প্রথম বাঙালি। বাংলা টাইপকে আরও উন্নত করে লাইনো টাইপে উন্নীত করার কৃতিত্ব সুরেশচন্দ্র মজুমদারের।

আরও পড়ুন: বিশ্ব নদী দিবস

২০ শতকের গোড়ার দিকে লাইনো-এর বাংলা অক্ষর বিন্যাস মনোটাইপ, ইস্টার্ন টাইপ এবং টাইপ রাইটার-এ বাংলা অক্ষর বিন্যাসে সুদূরপ্রসারী ভূমিকা রাখে।

১৮৪৭-৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা বার্তাবহ যন্ত্র প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম একজন ইংরেজ আলেকজান্ডার ফারবেখ ঢাকায় ছাপাখানা স্থাপন করেন। ছাপাখানাটির নাম ছিল ‘ঢাকা প্রেস’।

আরও পড়ুন: প্রীতিলতা ওয়াদ্দেদার’র প্রয়াণ

এই ছাপাখানাটিতে অবশ্য বাংলা মুদ্রণের কোন ব্যবস্থা ছিল না। এখান থেকে ঢাকা নিউজ নামে ইংরেজি সংবাদপত্র প্রকাশিত হতো। ১৮৬০ সালে বাংলা প্রেস বা বাংলা যন্ত্র নামে ঢাকায় দ্বিতীয় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।

ছাপাখানাটি প্রথমদিকে শুধু বাংলা মুদ্রণের কাজ করত। ১৮৬৬ সালে ঢাকায় ৩ টি ছাপাখানা ছিল। আর একটি প্রাচীন ছাপাখানা ছিল ফরিদপুরে এবং সেখান থেকে বাংলা অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হতো।

১৯৩৯ - পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।

১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।

১৯৮৮ - মওলানা আবুল কালাম আজাদ লিখিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয়।

১৯৯২ - চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফাইট চালু হয়।

১৯৯২ - আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ এ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মোহাম্মদ ফজলে রাব্বী’র জন্ম

জন্মদিন:

১৫৪৭ - মিগেল দি সের্ভান্তিস, স্পেনীয় ঔপন্যাসিক।

১৫৪৭ - মিগুয়েল ডি কারভেনটেস, স্পেনের প্রখ্যাত নাট্যকার কবি ও লেখক।

১৭২৫ - রবার্ট ক্লাইভ, ভারতে প্রথম ইংরেজ শাসক, ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন। (মৃ.২২/১১/১৭৭৪)

১৮৪১ - দুর্গাচরণ রক্ষিত ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান - 'লেজিয়ঁ দনার' এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি। (মৃ.১৮৯৮)

১৯০১ - এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ।

১৯০৯ - ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জী। (মৃ.১৯৯০)

১৯০৯ - কোয়ামে নক্রুমা, ঘানার রাজনীতিবিদ।

১৯১৪ - মনি গুহ, বেঙ্গল প্রেসিডেন্সি তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা। (.০৭/০৪/২০০৯)

১৯৩১ - আনিতা একবার্গ, সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী।

১৯৩২ - মেহমুদ আলী, মেহমুদ নামে পরিচিত, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক। (মৃ.২৩/০৭/২০০৪)

১৯৩৬ - সিলভিও বেরলুসকোনি, ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধণাঢ্য ব্যবসায়ী।

১৯৪৩ - লেস ওয়ালেসা, নোবেলশান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা।

১৯৯১ - মমিনুল ‘সোহরাব’ হক, বাংলাদেশী ক্রিকেটার।

১৯৯৪- আরিফুল ইসলাম হিমু, কেন্দ্রীয় ছাত্রলীগ এর সমন্বয়ক সদস্য।

আরও পড়ুন: বিশ্ব শান্তি দিবস

মৃত্যুবার্ষিকী:

১৯০০ - গুরুপ্রসাদ সেন, পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের প্রথম এম.এ. এবং বিহারের প্রথম ইংরাজী দৈনিক 'বিহার হেরল্ড' এর প্রতিষ্ঠাতা। (জ.১৮৪২)

১৯০২ - এমিল জোলা, ফরাসী ঔপন্যাসিক।

১৯৪২ - মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ। (জ.১৭/১১/১৮৭০)

১৯৭৩ - ডব্লিউ এইচ অডেন, অ্যাংলো-আমেরিকান কবি।

আরও পড়ুন: বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ

দিবস:

উদ্ভাবক দিবস (আর্জেন্টিনা)।

বিশ্ব হার্ট দিবস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ক্যান্সার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদে...

পবিপ্রবির সঙ্গে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব...

এবার নাটকে আসছেন সাবরিনা

বিনোদন ডেস্ক: ১৫ বছর পর অভিনয়ে ফিরেছেন আলোচিত ডা. সাবরিনা। &...

এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়

নিজস্ব প্রতিবেদক: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে...

গাজায় হত্যাযজ্ঞ চলছেই

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি...

ছাত্র সংগঠন-বৈষম্যবিরোধী ছাত্রদের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবে ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনগ...

ফিলিপাইনে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন ৫.৬ মাত্...

আজ বায়ুদূষণের শীর্ষে রাজধানী ঢাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষস্থানে রয়েছ...

কাল লেবানন থেকে ফিরবেন ১০৫ জন

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আগামীকাল ১০৫ বাং...

কাল গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: জিটিসিএলের মনোহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা