ছবি : সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

জনপ্রিয় সঙ্গীত শিল্পী এ আর রহমান ‘র জন্ম

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : স্যার আইজ্যাক নিউটন'র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) ২২ পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ। ১২ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : শতাব্দীর সাক্ষী ঈশ্বরগঞ্জের বড় জামে মসজিদ

ঘটনাবলি :

১৯৫০ ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।

১৯৭২ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরিকে ফিরিয়ে দেয়।

১৯৯৬ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিনশ কোটি ডলার।

২০০১ জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা।

২০২০ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে (মার্কিন পার্লামেন্ট) ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী, ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরণের আগ্রাসন হয় ১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জ্বালিয়ে দেয়। এর প্রায় ২০০ বছর পর এ হামলা হয়।

আরও পড়ুন : কাদের নেওয়াজের প্রয়াণ

জন্মদিন :

১৩৬৭ ইংল্যান্ডের রাজা রিচার্ড।

১৪৪২ জোয়ান অব আর্ক।

১৯৩৬ লেখক বশীর আল হেলাল।

১৯৬৭ ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান।

৬ জানুয়ারি ১৯৬৭ সালে আল্লাহ রাখা রহমান ওরফে এ আর রহমানের জন্মগ্রহণ করেন। তার পূর্ব নাম ছিল এ. এস. দিলীপ কুমার। পেশাদারভাবে এ. আর. রহমান হিসাবে পরিচিত, হচ্ছেন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক।

তিনি বহু হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। তার জন্মস্থান ভারতের মাদ্রাজ। তার পিতার নাম আর কে শেখর। মুসলমান হিসেবে ধর্মান্তরিত হবার আগে এ আর রহমানের নাম ছিল এ এস দিলীপ কুমার।

তার পুরস্কার গুলির মধ্যে রয়েছে দুটি অস্কার, একটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব, চারটি ন্যাশনাল ফিল্ম এওয়ার্ড এবং ১৩ টি ফিল্মফেয়ার এওয়ার্ড। তার কাজের জন্যে তাকে " মাদ্রাজের মোজার্ট " বলা হয়, এবং তার তামিল ভক্তরা তাকে " মিউজিকের ঝড় " উপাধিতে ভূষিত করেছেন।

২০০৪ সালে " টাইম্‌স ম্যাগাজিন " তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে।

২০০৯ সালে লন্ডনের ওয়ার্ল্ড মিউজিক ম্যাগাজিন তাকে "ভবিষ্যৎ পৃথিবীর মিউজিক আইকন " দের মধ্যে একজন বলে অভিহিত করে।

বাড়ির ভেতরের একটি স্টুডিও (চেন্নাইয়ের 'পঞ্চতন রেকর্ড ইন) তে তিনি একটি তামিল ছবি "রোজা" র মধ্য দিয়ে তার সিনেমা মিউজিক ক্যারিয়ার শুরু করেন ১৯৯২ সালের দিকে।

ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল সিনেমায় কাজ করার মাধ্যমে তিনি বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত হওয়া রেকর্ডিং আর্টিস্টদের মধ্যে একজন। প্রায় দু দশকেরও বেশি সময়ের মিউজিক ক্যারিয়ার এ তিনি ভারতীয় সঙ্গীতে নতুনত্ব দেয়ার, এবং বহু ছবির সাফল্যের পেছনে অবদান রাখার জন্যে প্রশংসিত।

তিনি একজন মানবতাবাদী এবং দাতা হিসেবে আবির্ভূত হয়েছেন পাশাপাশি অনেক চ্যারিটির জন্যেও অর্থ সংগ্রহ করে প্রশংসিত হয়েছেন।

পারিবারিক জীবন : এ আর রহমানের স্ত্রীর নাম সায়রা বানু; তাদের তিন সন্তান নাম খাদিজাহ, রহিমা ও আমান।

সংগীত শিক্ষা : রহমানের বাবা রাজগোপালা কুলাসেখরণ ছিলেন তামিল সংগীত সুরকার। মূলত পশ্চিমা সংগীতে তিনি শিক্ষা লাভ করেন। পরবর্তীতে মাস্টার ধনরাজ ও মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন এর কাছে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালিম নেন।

পেশাজীবন : তার কাজগুলো ভারতীয় সঙ্গীতের সাথে ইলেক্ট্রনিক মিউজিক এবং ওয়ার্ল্ড মিউজিক এবং পশ্চিমা অর্কেস্ট্রাল মিউজিকের সম্মিলনের জন্যে বিখ্যাত। প্লে ব্যাক বা চলচ্চিত্রে গান গেয়ে এ আর রহমান এর আত্মপ্রকাশ বম্বে (তামিল, ১৯৯৫) ছবিতে।

এর আগে তিনি অনেক গানে কোরাস এ কন্ঠ দিয়েছিলেন। কিন্তু প্রথম কোন গানে পূর্নাঙ্গ ভূমিকা পালন করেন বম্বে সিনেমার হাম্মা হাম্মা গান টি তে। তার কন্ঠে প্রথম এলবাম বের হয় বন্দে মাতরম শিরোনামে সনি মিউজিক কোম্পানির পক্ষ থেকে। এলবামটি ২৮ টি দেশে একযোগে প্রকাশ করা হয় ১৫ই আগস্ট, ১৯৯৭।

১৯৭৩ ভারতীয় বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ।

১৯৮২ ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা এডি রেডমেইন।

১৯৮৬ রুশ মডেল এবং অভিনেত্রী ইরিনা শায়ক।

আরও পড়ুন : সিরাজ সিকদারের প্রয়াণ

মৃত্যুবার্ষিকী :

১৮৫২ অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল।

১৮৮৪ অস্ট্রীয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা গ্রেগর ইয়োহান মেন্ডেল।

১৯১৮ জার্মান গণিতবিদ ও দার্শনিক গেয়র্গ কান্টর।

১৯১৯ যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি থিওডোর রুজ্‌ভেল্ট।

১৯৭১ প্রতুল চন্দ্র সরকার পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর।

১৯৮০ বাঙালি সংগীতজ্ঞ, সংগীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক দিলীপ কুমার রায়।

১৯৮৪ বাঙালি গায়িকা এবং মঞ্চাভিনেত্রী আঙুর বালা।

১৯৮৯ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দেহরক্ষী, হত্যাকারী সৎবন্ত সিংহ।

২০০৪ বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী সুমিতা দেবী।

আরও পড়ুন : মাদারীপুরের পিঠা উৎসবে দর্শনার্থীদের ঢল

দিবস :

বাংলাদেশ কৃষি শুমারী দিবস।

সান নিউজ/এইচএন/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেশবপুরে নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুরঃ আগামী ০৮ ই মে ২০২৪, রোজ বুধবা...

আফ্রিকায় ভারী বৃষ্টি, নিহত ১৫৫

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হ...

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের ১৮টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ...

মাকে গলা কেটে হত্যা করল ছেলে

জেলা প্রতিনিধি: বিয়ে না দেওয়ায় চা...

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় ঢাকা দক্ষ...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত ২

জেলা প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্স...

বিটিএসএফ’র আলোচনা সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার: ঢাকায় তৃণমূল সাং...

বিপুল মূল্যের আইসসহ ব্যান্ড শিল্পী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১ কেজি ক্র...

ঠাকুরগাঁওয়ে ইসতিসকার নামাজ আদায়

ঠাকুরগাঁও প্রতিনিধি: কয়েকদিনের টা...

কুষ্টিয়ায় বৃত্তি পেল ১৬০ স্কুল শিক্ষার্থী

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া প্রতিনিধি:

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা