আন্তর্জাতিক

ভারতে করোনায় মোকাবিলায় সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারি শুরুর পর বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছে ভারত। দেশটিতে দৈনিক সংক্রমণ পার হয়েছে চার লাখের গণ্ডি।

দৈনিক মৃত্যুও ছাড়িয়েছে সাড়ে তিন হাজারের ঘর। এই পরিস্থিতিতে মহামারি মোকাবিলায় ভারতের সেনাবাহিনীকে বিশেষ আর্থিক ক্ষমতা দিয়েছে নরেন্দ্র মোদির সরকার।

শুক্রবার (৩০ এপ্রিল) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, জরুরি ভিত্তিতে আইসোলেশন সেন্টার নির্মাণ, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসা সামগ্রী ক্রয়ের জন্য অর্থ ব্যয় করতে পারবে সেনাবাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে টুইটারে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘নির্দেশনায় দেওয়া ক্ষমতার মাধ্যমে সেনাবাহিনীর কমান্ডাররা করোনা মোকাবিলায় অংশগ্রহণ করতে পারবেন। আইসোলেশন সেন্টার এবং হাসপাতাল নির্মাণ ও সংস্কারের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিতে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন তারা।’

নির্দেশনা অনুযায়ী, করোনা মোকাবিলায় প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে কোর কমান্ডার এবং এরিয়া কমান্ডাররা (লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের সামরিক কর্মকর্তা) ৫০ লাখ রুপি করে খরচ করতে পারবেন।

ডিভিশন কমান্ডার এবং সাব-এরিয়া কমান্ডার (মেজর জেনারেল পর্যায়ের সামরিক কর্মকর্তা) প্রতিটি ক্ষেত্রে ২০ লাখ রুপি পর্যন্ত খরচের ক্ষমতা পাবেন।

শনিবার (১ মে) থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে। সেনাবাহিনীকে দেওয়া এই ক্ষমতা আগামী ৩ মাস অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, যুদ্ধকালীন পরিস্থিতিতে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য সাধারণত সেনাবাহিনীকে এ ধরনের আপৎকালীন আর্থিক ক্ষমতা দেওয়া হয়।

গত বছর করোনা সংক্রমণ প্রতিরোধে একই ভাবে সেনা কমান্ডারদের বিশেষ আর্থিক ক্ষমতা দিয়েছিল মোদি সরকার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জায়েদের ফোন পানিতে ছুড়ে ফেললেন সাকিব

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের...

রাজধানীতে তাপমাত্রা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: চলতি তাপপ্রবা...

চীনে সড়ক ধসে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বুধবার (১লা মে) বেশ কিছু খ...

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত 

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নতুন করে...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

এলপি গ্যাসের দাম কমলো 

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : রাঙামাটিতে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। বৃ...

ঢাকায় ফিরল ৮ বাংলাদেশির লাশ  

নিজস্ব প্রতিবেদক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা