আন্তর্জাতিক

সুদিন আবার ফিরবে: রানি এলিজাবেথ 

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, যুক্তরাজ্য করোনাভাইরাস মোকাবিলায় সফল হবে। আমরা আশা করি, সুদিন আবার ফিরে আসবে।

৫ এপ্রিল রবিবার জাতির উদ্দেশে দেওয়া এক বিরল ভাষণে তিনি এ কথা বলেছেন। খবর: বিবিসি ও ইউএসএ টুডে।

ভাষণে রানি এলিজাবেথ বলেন, করোনাভাইরাসের এই কঠিন সময়ে আত্মনিয়ন্ত্রণ ও দৃঢ়সংকল্প নিয়ে আমাদের এই যুদ্ধে জয়ী হতে হবে। গোটা বিশ্বে এখন এটি ছড়িয়ে পড়ছে। আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, এখন দেশে যে ক্রান্তিকাল চলছে, তাতে আমরা সবাই এই দুর্ভোগ পোহাচ্ছি। আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অনেকের মধ্যে শোক বইছে, অনেকে আর্থিক সংকটেও আছেন। আমি মনে করি, আমাদের দিনগুলো এমন যাবে না। সামনের দিনগুলো সুন্দর হবে। প্রত্যেকেই একসময়ে গর্ববোধ করবেন যে, তারা এই সংকটকাল উত্তীর্ণ হতে পেরেছেন।

রানি তার আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্রিটেনবাসী শক্তি ও সাহসের সঙ্গেই এর মোকাবিলা করতে সক্ষম হবে। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, এই দুর্যোগকাল আমরা পার হতে পারলে আবার আমরা আশায় বুক বাঁধতে পারব। আবার বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে পারব।

তিনি বলেন, অনেকেই হয়তো আজ এক বেদনাবিদূর অবস্থায় আছেন। কারণ তারা তাদের আপনজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। অনেকেই হয়তো আপনজনদের হারিয়ে ভীষণ কষ্টের মধ্যে আছেন। আমি সে বিষয়গুলো উপলব্ধি করতে পারি। কিন্তু তারপরও আমি বলব, আপনাদের এই মুহূর্তে সবাইকে আরো সাবধানে থাকতে হবে।

রানি সংকটের এ সময়ে যারা জীবনবাজি রেখে সেবা দিয়েছেন, সেসব চিকিৎসকদের প্রতি তিনি তার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেইসঙ্গে কৃতজ্ঞতা জানিয়েছেন যারা নিয়ম মেনে ঘরে থেকেছেন তাদেরকেও।

আরো কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা এই বিপদের দিনে অন্যদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের প্রতিও।

রানি বলেন, আগের যে কোনো চ্যালেঞ্জের তুলনায় এবার জাতি এক ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এবার আমরা বিশ্ব জুড়ে সব দেশের সঙ্গে একই প্রচেষ্টায় সামিল হয়েছি। বিজ্ঞানের প্রভূত অগগ্রতি এবং সেরে ওঠার জন্য একের প্রতি অন্যের সহজাত সহমর্মিতা, একাত্মতার মধ্য দিয়ে আমরা সফল হব। সে সাফল্য আমাদের সবারই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর প্রতিনিধি : সারাদেশের মতো র...

ভোলায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা 

ভোলা প্রতিনিধি: ভোলায় ইউনিয়ন স্বা...

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

হাতিয়া সৈকতে ‘ইয়েলো বেলিড সি স্নেক’

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্ব...

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

ভোলা প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা