আন্তর্জাতিক

সুদিন আবার ফিরবে: রানি এলিজাবেথ 

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, যুক্তরাজ্য করোনাভাইরাস মোকাবিলায় সফল হবে। আমরা আশা করি, সুদিন আবার ফিরে আসবে।

৫ এপ্রিল রবিবার জাতির উদ্দেশে দেওয়া এক বিরল ভাষণে তিনি এ কথা বলেছেন। খবর: বিবিসি ও ইউএসএ টুডে।

ভাষণে রানি এলিজাবেথ বলেন, করোনাভাইরাসের এই কঠিন সময়ে আত্মনিয়ন্ত্রণ ও দৃঢ়সংকল্প নিয়ে আমাদের এই যুদ্ধে জয়ী হতে হবে। গোটা বিশ্বে এখন এটি ছড়িয়ে পড়ছে। আমাদের এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, এখন দেশে যে ক্রান্তিকাল চলছে, তাতে আমরা সবাই এই দুর্ভোগ পোহাচ্ছি। আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অনেকের মধ্যে শোক বইছে, অনেকে আর্থিক সংকটেও আছেন। আমি মনে করি, আমাদের দিনগুলো এমন যাবে না। সামনের দিনগুলো সুন্দর হবে। প্রত্যেকেই একসময়ে গর্ববোধ করবেন যে, তারা এই সংকটকাল উত্তীর্ণ হতে পেরেছেন।

রানি তার আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্রিটেনবাসী শক্তি ও সাহসের সঙ্গেই এর মোকাবিলা করতে সক্ষম হবে। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, এই দুর্যোগকাল আমরা পার হতে পারলে আবার আমরা আশায় বুক বাঁধতে পারব। আবার বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে পারব।

তিনি বলেন, অনেকেই হয়তো আজ এক বেদনাবিদূর অবস্থায় আছেন। কারণ তারা তাদের আপনজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। অনেকেই হয়তো আপনজনদের হারিয়ে ভীষণ কষ্টের মধ্যে আছেন। আমি সে বিষয়গুলো উপলব্ধি করতে পারি। কিন্তু তারপরও আমি বলব, আপনাদের এই মুহূর্তে সবাইকে আরো সাবধানে থাকতে হবে।

রানি সংকটের এ সময়ে যারা জীবনবাজি রেখে সেবা দিয়েছেন, সেসব চিকিৎসকদের প্রতি তিনি তার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেইসঙ্গে কৃতজ্ঞতা জানিয়েছেন যারা নিয়ম মেনে ঘরে থেকেছেন তাদেরকেও।

আরো কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা এই বিপদের দিনে অন্যদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের প্রতিও।

রানি বলেন, আগের যে কোনো চ্যালেঞ্জের তুলনায় এবার জাতি এক ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এবার আমরা বিশ্ব জুড়ে সব দেশের সঙ্গে একই প্রচেষ্টায় সামিল হয়েছি। বিজ্ঞানের প্রভূত অগগ্রতি এবং সেরে ওঠার জন্য একের প্রতি অন্যের সহজাত সহমর্মিতা, একাত্মতার মধ্য দিয়ে আমরা সফল হব। সে সাফল্য আমাদের সবারই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মালামাল উদ্ধার করেছে বিজিবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কচুছড়ি মুখ সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিম...

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়িত...

এয়ারগান দিয়ে পাখি শিকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কুষ্টিয়ায় এয়ারগান দিয়ে এক শিক্ষকের বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ উঠেছে।...

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বাং...

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন ইন্তেকাল করেছেন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন।

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী–আশিংক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী...

তুমুল প্রেম, হঠাৎ বিচ্ছেদ—তাহসান ও রোজার সম্পর্কে কী ঘটেছিল?

ঠিক এক বছর আগে, বিনোদন অঙ্গনকে চমকে দিয়ে বিয়ের খবর জানান জনপ্রিয় গায়ক ও অভিনে...

প্রবীণসেবা ঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এবিএ আসাদুজ্জমান মারা গেছেন

ডাঃ সামসুদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন ও ডাঃ সামসুদ্দিন আহম্মেদ প্রবীণসেবা ঘরের প্র...

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ...

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন ইন্তেকাল করেছেন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন।

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা