আন্তর্জাতিক

করোনা নিয়ে এলো ভারত-পাকিস্তানকে এক টেবিলে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সারা দিল পাকিস্তান। সার্ক অন্তর্ভুক্ত সব দেশ এতে সায় দিলেও বাকি ছিল তারা। অবশেষে শনিবার মোদির ডাকে সম্মতি জানিয়েছে দেশটি।

মোদির আহ্বানের একদিন পরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই মহামারি মোকাবেলায় আঞ্চলিক এবং বৈশ্বিকভাবে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন।

শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি এক টুইটার বার্তায় জানান, পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা করোনা নিয়ে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে করতে রাজি। তিনি আরো লেখেন, করোনা আতঙ্ক নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্তরে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।

পাক ওই কর্মকর্তা টুইটে আরো বলেন, কোভিড-১৯ মোকাবেলায় প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে অংশ নেয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারীকে (স্বাস্থ্য) দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেশিদের সহায়তায় প্রস্তুত আছে পাকিস্তান। করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ইতোমধ্যে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

এর আগে মোদির প্রস্তাবে সম্মতি জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাব্য রাজাপক্ষে।

শুক্রবার এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী বলেন, নভেল করোনভাইরাসের সংক্রমণ আটকাতে সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে ব্যবস্থা নিতে হবে। সেই উদ্দেশ্যে এই সব দেশের রাষ্ট্রপ্রধানদের ভিডিও কনফারেন্স করার প্রস্তাব দেন তিনি।

সার্ক অন্তর্ভুক্ত দেশগুলো হলো, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনে এক রাতে ৬০০’র বেশি ড্রোন-মিসাইল হামলা চালাল রাশিয়া

রাশিয়া এক রাতে ইউক্রেনের দিকে ৫৭৪টি ড্রোন ও ৪০টি মিসাইল ছুড়েছে—যা সাম্প...

‘১% মিডিলম্যান, ৫% মিনিস্ট্রির’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারির বিরুদ...

ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই...

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ৪ সেপ্টেম্বর

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে...

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন

‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ নীতিগত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা