আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি চলমান অভিযানে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৮১ জন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন: সুদানে গোলাবর্ষণে নিহত ১২০
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার-মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অভিযানে আরও ৬১ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই অভিযানে মোট ৪৬,৬৪৫ জন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১০ হাজার ১২ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ এখনও অনেকে ধ্বংস্তূপের তলায় চাপা পড়েছেন। এ সময় প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দাবানলে মৃত বেড়ে ২৪
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা ভূখণ্ড জুড়ে ধ্বংস হওয়া ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
সান নিউজ/এমএইচ