আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় একটি সেতু আংশিক ধসে পড়ার ঘটনায় ৪ জনের প্রাণহানি ঘটেছে। সেতু ধসে পড়ার সময় দুটি গাড়ি এবং একটি মোটরসাইকেল পানিতে পড়ে গেছে। ওই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় শতাধিক নিহত
রোবাবার (২ জুন) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাফিক পুলিশের প্রধান জুলিও ওলায়া বলেন, ভারী বৃষ্টিতে সোলেদাদের বিমানবন্দরের সঙ্গে ব্যারানকুইলা শহরের সংযোগকারী সেতুর একটি অংশ ধসে পড়েছে।
আরও পড়ুন : আফগানিস্তানে নৌকা ডুবে নিহত ২০
তিনি আরও জানান, ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
সেতুটির অন্য অংশও ধসে পড়তে পারে এমন আশঙ্কা থেকে স্থানীয় কর্তৃপক্ষ সেতুতে চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে। বিমানবন্দরে যাওয়ার জন্য বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            