সংগৃহীত ছবি
ফিচার

নতুন কর্মসংস্থানে সফল উদ্যোক্তা মিতা চাকমা

জেলা প্রতিনিধি: শুরুতে রাঙ্গামাটি থেকে টেক্সটাইলের কাপড় এনে সামান্য লাভে ঘরে বসে বিক্রি করতেন। পরে একটি তাঁতের কারখানা গড়ে তোলার পরিকল্পনা করে স্বামী সহযোগিতা নিয়ে গড়ে তোলেন কারখানা। নাম দেন মিতা টেক্সটাইল।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে চাষ হচ্ছে সৌদির আজওয়া খেজুর

খাগড়াছড়ি জেলার নতুন পাড়া গ্রামের স্বদেশ প্রীতি চাকমার স্ত্রী মিতা চাকমার কথা। পেশায় একজন গৃহিনী হলেও বর্তমানে তিনি একজন সফল নারী উদ্যোক্তা।

গত আট বছর আগে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে গবাদি পশু পালন করতেন তিনি। এছাড়া বিভিন্ন সমিতিতে টাকা সঞ্চয় করতেন। পরে তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে রাঙ্গামাটি থেকে টেক্সটাইলের কাপড় এনে স্বল্প লাভে ঘরে বসে বিক্রি শুরু করেন।

একটা সময় পর তিনি স্বামীর কাছে একটি টেক্সটাইল কারখানা তৈরির কথা জানান। এতে স্বামী স্বদেশ প্রীতি চাকমা পূর্ণ সম্মতি দেন। স্বামীর সম্মতি পেয়ে রাঙ্গামাটিতে অবস্থিত টেক্সটাইল কারখানা পর্যবেক্ষণ করেন। এরপর নিজের ঘরের কাছে গড়ে তোলেন একটি টেক্সটাইল কারখানা। গত পাঁচ মাস আগে গড়ে তোলা কারখানাটির নাম দেন মিতা টেক্সটাইল। এ কারখানা থেকে শুরু করে সফল নারী উদ্যোক্তার এ যাত্রায় তার স্বামী সবসময়ই পাশে ছিলেন।

তার টেক্সটাইলে পাহাড়ি নারীদের পরিধেয় পিনোন হাদী, গামছাসহ নানা বস্ত্র তৈরি করছেন। তিনি প্রথমে তার কারখানার কর্মচারীদের তিন মাস প্রশিক্ষণ দেন। প্রশিক্ষন শেষে তাদের বেতনভুক্ত কর্মচারী হিসেবে নিয়োগ দেন। এর মাধ্যমে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও আত্ম-কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন মিতা চাকমা।

মিতা টেক্সটাইল হওয়ার পর থেকে এলাকা বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, এ সফলতার জন্য ২০২৩ সালে প্রথমে উপজেলা ও পরে জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন মিতা চাকমা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাকিবের ব্যাপারে বোর্ডের ‘কিছু করার নেই’

গত বছর কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ থ...

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্র...

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

টানা বৃষ্টি ও আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় ডুবে গেছে রাঙামাটির আইক...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিন রিমান্ডে

দুর্নীতিমূলক, বিদ্বেষমূলক, বেআইনি রায় প্রদানসহ জাল-জালিয়াতির অভিযোগে রাজধানীর...

ডাকসু নির্বাচনে যে পরিকল্পনাতে এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো

গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র স...

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা-দ্বিধা কেটে যাবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয...

এখন আলোচনায় 'এক্সিট''

প্রতিবেদনে বলা হচ্ছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স সামনের ম...

শাহবাগে ৪ ঘণ্টা ধরে অবরোধ, যান চলাচল বন্ধ, ভোগান্তি

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত...

সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, প্রয়োজনে আবারও আলোচনায় বসবে কমিশন: আলী রীয়াজ 

জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বলে জা‌নি‌য়েছেন জাতী...

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের হামলায় ৭০ জনের বেশি নিহত

গাজায় তীব্র খাদ্যসংকটের মধ্যে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা