মধ্যরাতে হতে পারে কালবৈশাখী
পরিবেশ

মধ্যরাতে হতে পারে কালবৈশাখী

সান নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের দিন জামাত শেষে নেমেছে মুষলধারে বৃষ্টি। এতে ভোগান্তি হলেও স্বস্তি মিলেছে। তীব্র গরম থেকে স্বস্তি পেয়েছে দেশের মানুষ।

আরও পড়ুন : বজ্রপাতে চার জেলায় ৬ মৃত্যু

আবহাওয়াবিদ বজলুর রশীদ বাসস’কে জানান, ঢাকাতে এ পর্যন্ত ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে আপাতত বৃষ্টিপাত বন্ধ থাকলেও সিলেট, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

তিনি জানান, সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

যশোর, কুষ্টিয়া অঞ্চলে দুপুরের পর কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে এই আবহাওয়াবিদ জানান, ঢাকাসহ সারাদেশে আজ মধ্যরাতের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে।

আরও পড়ুন : আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

এবার ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। বৃষ্টির কথা মাথায় রেখে সেভাবেই নামাজের প্রস্তুতি নেয়া হয়েছিল।

আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালেই ঈদের প্রধান জামাত হওয়ায় তার আর প্রয়োজন হয়নি।

আরও পড়ুন : জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এতে ঈদের নামাজের জামাত শেষে মানুষ কিছুটা সমস্যার মধ্যে পড়েন। তবে অধিকাংশ স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে জামাত শেষ হয়ে যাওয়ায় ভোগান্তির মাত্রা বেশি ছিল না।

আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, কালবৈশাখী মৌসুম হওয়ায় ঈদের দিন সারাদেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সকালে ঢাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বিকেলে বেশি বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন : হোয়াইট হাউজে ঈদ উদযাপন

অপরদিকে, আগামী দু’তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে তিন দিন পর থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পেতে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিভিন্নভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতির চাকা

পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাদেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ২০ মিনিটে।

আরও পড়ুন : টাঙ্গাইলে বজ্রপাতে ৩ কিশোর নিহত

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও বদলগাছীতে ২২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪১ মিলিমিটার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

ভোলা প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে...

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাস চাপায় চুয়েট...

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাঁখা...

শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অধিদপ্...

আবারও কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসে তিন...

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রংপুর প্রতিনিধি : সারাদেশের মতো র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা