বিনোদন ডেস্ক: যুবতীদের হার্টথ্রব খ্যাত হলিউড তারকা টম ক্রুজ আবারও প্রেমে পড়েছেন। রাশিয়ার এক সাবেক মডেল এলসিনা কারোভার সঙ্গে তার নতুন প্রেমের গুঞ্জন উঠেছে।
আরও পড়ুন: বিপাকে পুনম পাণ্ডে
গত বছর ডিসেম্বরে টম ক্রুজ ও এলসিনার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। দুজনের কেউই এখনো এই সম্পর্ক নিয়ে মুখ না খুললেও জানা গেছে, কারোভার ফ্ল্যাটে একাধিকবার দেখা গেছে টম ক্রুজকে।
জন্মগতভাবে এলসিনা কারোভা রুশ হলেও বর্তমানে তিনি লন্ডনে বসবাসরত এবং যুক্তরাজ্যের নাগরিক। বিখ্যাত রাজনীতিবিদ রিনাত কারোভার মেয়ে এলসিনা। ২০২০ সালে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে প্রথম সম্পর্কের ইতি টানেন ৩৬ বছর বয়সী এই নারী। তার সাবেক স্বামী ছিলেন একজন রুশ ব্যবসায়ী। সম্প্রতি এই জুটিকে লন্ডনে একটি চ্যারিটি ডিনারে দেখা গেছে। সেখানে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়ামও। ডেটের স্থান হিসেবে বাদ পরেনি লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল রেস্তোরাঁও। ডিসেম্বরে প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসার পূর্বেই লন্ডনের একাধিক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। এরপর থেকেই সম্পর্কের বিষয়টি স্পষ্ট হতে থাকে।
আরও পড়ুন: নুসরাতকে নেওয়া হবে বিদেশে
পূর্বেই ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজ সকল মিশনকে পসিবল করে তিনবার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী অভিনেত্রী মিমি রজার্স, ১৯৮৭ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু দুই বছরের মাথায় ভেঙ্গে যায় সেই বিয়ে। ১৯৯০ সালে অস্কারজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানকে বিয়ে করেন ক্রুজ। বিচ্ছেদেই ইতি ঘটে সেই বিয়েরও। ২০০৬ সালে অভিনেত্রী কেটি হোমসকে বিয়ে করেন ক্রুজ। বিয়ের ৬ বছরের মাথায় হোমসের সঙ্গেও টমের বিচ্ছেদ হয়।
সান নিউজ/এসআর/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            