সালমান খান
বিনোদন

সব প্রেমের গল্প আমার সঙ্গে কবরে যাবে

বিনোদন ডেস্ক: ভাইজান খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান। বলিউডের হিট মেশিন তিনি। তার সিনেমা মানেই শত শত কোটির ব্যবসা। এছাড়া তিনি ছোট পর্দায় যেসব অনুষ্ঠান করেন, সেগুলোর জন্যও নেন আকাশচুম্বী পারিশ্রমিক। এসবের বাইরে নানাবিধ ব্যবসাও রয়েছে এই তারকার।

আরও পড়ুন: আবেগে বিয়ে করে ফেলি

৫৭ বছর বয়সেও অবিবাহিত তিনি। তবে ব্যক্তিগত জীবনে তার প্রেমিকার নামের তালিকা অনেক দীর্ঘ। কিন্তু কারো সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়নি তার। ‘ব্যাচেলর’ তকমা নিয়েই খুশি। যদিও বিটাউনে এখনো তার প্রেম-বিয়ের গুঞ্জন শোনা যায়।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান। এসময় সঞ্চালক তার বাস্তব জীবনের প্রেমের গল্প নিয়ে প্রশ্ন করেন। জানতে চান— তার জীবনের সমস্ত প্রেমের গল্প নিয়ে আত্মজীবনী লেখার পরিকল্পনা রয়েছে কিনা।

আরও পড়ুন: ন্যান্সির জাতীয় পুরস্কার স্বর্ণপদক চুরি

সালমান খান বলেন, ‘আমার সব প্রেমের গল্প আমার সঙ্গে কবরে যাবে।’ পাশাপাশি সালমান এ-ও জানান, তার সব কটি প্রেমিকা ভালো ছিলেন। মূলত, তার দোষের কারণে সম্পর্ক ভেঙে গেছে।

সালমান খান বলেন, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যখন সিদ্ধান্ত নেবেন, তখন আমার বিয়ে হবে। বিয়ের জন্য দুজন ব্যক্তি প্রয়োজন। আমি যখন বিয়ের জন্য ‘হ্যাঁ’ বলেছিলাম, তখন কেউ ‘না’ বলেছিল। যখন কেউ ‘হ্যাঁ’ বলেছে, আমি ‘না’ বলেছি। আর এখন দুই পাশ থেকেই ‘না’। যখন আমরা দুজনেই ‘হ্যাঁ’ বলব, তখন বিয়ে হবে। এখনো সময় আছে, আমার বয়স ৫৭।

আরও পড়ুন: চার্লসের রাজ্যাভিষেকে সোনম

সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। এ সিনেমায় ২৫ বছরের ছোট পূজা হেগড়ের বিপরীতে অভিনয় করেছেন সালমান। ঈদুল ফিতরে মুক্তি পায় এটি। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় রাম চরণ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা