ছবি : সংগৃহিত
শিক্ষা
মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্র

ঠাকুরগাঁওয়ে বেতন ভাতা নেই ৬ মাস!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ইসলামী ফাউন্ডেশনের পরিপত্র অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও ঠাকুরগাঁওয়ের মসজিদ ভিত্তিক পাঠশালার শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ ৬ মাস যাবত বেতন ভাতা পাচ্ছেন না। নিয়মিত বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকরা। কর্তৃপক্ষ বলছেন খুব শীঘ্রই শিক্ষকদের সম্মানী ভাতা পরিশোধ করা হবে।

আরও পড়ুন : পরীক্ষা শেষে স্থগিত পরীক্ষা

ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ হাট মসজিদ সংলগ্ন পাঠদান কেন্দ্রে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে প্রাথ প্রাথমিক পর্যায়ের ৩০ জন শিক্ষার্থী নিয়ে একটি পাঠশালা চালাচ্ছেন শিক্ষিকা উম্মে কুলসুম।

সংসারের কাজ কর্ম ফেলে তিনি নিয়মিত পাঠদান করেন। সেজন্য ছুটির দিন ব্যতিত প্রত্যহ সকাল ৮ টা হতে সাড়ে ১০ টা পর্যন্ত পাঠদান করান তিনি। অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারি কারিকুলাম অনুসরণ করে পাঠশালাটি পরিচালনা করলেও তাকে মাসিক সম্মানী ভাতা প্রদান করা হয় মাত্র ৫ হাজার টাকা। তা আবার নিয়মিত নয়।

অপরদিকে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ইউসুফ মেম্বারপাড়া জামে মসজিদে সহজ কোরান শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষক ফরহাদ হোসেন। তিনি প্রতিদিন সকাল ৬ টা হতে ৮ টা পর্যন্ত চালান ওই পাঠশালা।

আরও পড়ুন : অডিও ভাইরাল, আমার তো বাঁচতে হবে

শিক্ষকগণ প্রায় ৬ মাস ধরে সম্মানী ভাতা পাচ্ছেন না । তাই সংসারে অভাব অনটন লেগেই আছে। তাদের মতো জেলায় মোট ৮১৭জন শিক্ষক চালাচ্ছেন ৮১৭টি প্রাক প্রাথমিক, সহজ কোরান শিক্ষা ও বয়স্ক গণশিক্ষা কেন্দ্র। এসব কেন্দ্রে পাঠাদান করছেন ২৬ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী।

শিক্ষকদের অভিযোগ, তারা ইসলামী ফাউন্ডেশনের কারিকুলাম অনুসরণ করে নিয়মিত পাঠদান করালেও দীর্ঘ ৬ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। বেতন ভাতা নিয়মিত না পাওয়ায় তাদের দোকান পাটে বাকিতে সওদা সংগ্রহ করতে হচ্ছে। এছাড়াও ছেলে মেয়ের লেখাপড়া, চিকিৎসা ও ওষুধপত্র কিনতে দুর্ভোগে পড়তে হচ্ছে।

তাই তাদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের নিয়োগ বা পদায়ন করা হলে একদিকে তারা সরকারের কারিকুলাম অনুযায়ী শিক্ষা দান করতে সক্ষম হবেন, তেমনি তাদের সংসারগুলো উপকৃত হবে।

আরও পড়ুন : জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ২

উল্লেখ্য, ১৯৭৫ সালের ২২শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এক অধ্যাদেশের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা চালু করেন।

এ ব্যপারে ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মশিউর রহমান জানান, জেলার ৮১৭টি পাঠদানকেন্দ্রে ২৬ হাজার ৯৭৫জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। এসব কেন্দ্রে একজন করে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন। তারা নিয়মিত মাসিক ৫ হাজার টাকা করে সম্মানী ভাতা পান। গত আগষ্ট হতে তারা সেই সম্মানী ভাতা পাননি। তবে খুব শীঘ্রই ৩ মাসের সম্মানী ভাতা পরিশোধ করা হবে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রসঙ্গত: ধর্ম মন্ত্রণালয়ের আওতায় ঠাকুরগাঁও জেলায় ইসলামী ফাউন্ডেশন পরিচালিত সহজ কোরান শিক্ষা কেন্দ্র ৫০৫টি, প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র ৩০০ এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র ১২টি রয়েছে। এসব পাঠাশালায় শিক্ষার্থী রয়েছে ২১৬ হাজার ৯৭৫জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত, এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার...

পাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট

বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থান...

যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ, বিচ্ছিন্ন ঢাকা-উত্তরবঙ্গ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রক...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা