পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান
অপরাধ

নিজে আহত হয়ে অন্যদের বাঁচালেন ইন্সপেক্টর শাহজাহান

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে আচমকা রুদ্রমূর্তি ধারণ করা এক যুবকের ছুরিকাঘাত থেকে পুলিশ সদস্যসহ পথচারীদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান। হামলাকারীর ছুরির আঘাতে পুলিশ সদস্য ড্রাইভার সাধনও আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে থানার সামনে শহরের খালপাড় সড়কে এই ঘটনা ঘটে। হামলাকারী শহরের পুনিয়াউট গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোবাশ্বেরকে (৩০) তৎক্ষণাৎ আটক করেছে পুলিশ।

এ ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে সদর মডেল থানা ফটকের সামনের সড়কে ওই যুবক মোবাশ্বের পাঁয়চারি করতে থাকলে দায়িত্বরত পুলিশ সদস্য তাকে কারণ জিজ্ঞাসা করেন। এতে রাগান্বিত হয়ে মুহূর্তেই কোমর থেকে ছুরি বের করে দায়িত্বরত পুলিশ সদস্যকে ভয় দেখান। এ সময় চ্যালেঞ্জ করলে মোবাশ্বের তার ওপর হামলা করতে উদ্যত হলে পুলিশের ওই সদস্য কৌশলে তাকে প্রতিরোধ করতে থাকেন। ডাকাডাকিতে ফটক লাগোয়া ডিউটি অফিস ও ক্লাবঘর থেকে অন্য পুলিশ সদস্যরাসহ থানার অফিসকক্ষ থেকে ছুটে আসেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান। তিনি হামলাকারীর আক্রমণ থেকে সবাইকে সাবধান করে ওই যুবকের দৃষ্টি কাড়েন তার দিকে। এতে হামলাকারীকে পেছন দিক থেকে ধরার কিছুটা সুযোগ পান অন্য পুলিশ সদস্যরা।

সাধারণ এ ট্রিকসটি (কৌশল) না বুঝে মোবাশ্বের এলোপাতাড়ি ছুরি চালাতে চালাতে এগিয়ে যান সামনে থাকা মুহাম্মদ শাহজাহানের দিকে। তখন হামলাকারীর ছুরির আঘাত এড়িয়ে তিনি কৌশলে হামলাকারীর এক হাত ধরে ফেলতে পারলেও অন্য হাতটি ঝটকা মেরে ছুটিয়ে নিয়ে এফোড়-ওফোড় আঘাত করতে থাকেন। এতে শাহজাহানের বাম হাতের দুটি আঙ্গুল ছুরির আঘাতে ক্ষত-বিক্ষত হয়। এলোপাতাড়ি ছুরির আঘাতে আরেক পুলিশ সদস্য ড্রাইভার সাধনও আহত হন। তখন মুহাম্মদ শাহজাহানসহ কয়েকজন পুলিশ সদস্য মিলে হামলাকারীকে জাপটে ধরে আটক করেন। পরে তাকে থানাহাজতে হেফাজতে নেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, ‘যুবকটি মানসিক বিকারগ্রস্ত কি না এখনই বলা যাচ্ছে না। আদালত অনুমতি দিলে তার শারীরিক পরীক্ষা-নীরিক্ষার পর এ বিষয়ে বলা যাবে।’

পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছি। এখনই কিছু বলা যাচ্ছে না, কেন ওই যুবক এমন করলেন। পরে বিস্তারিত বলা যাবে।’

সান নিউজ/ এআর/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

ফেনী ছাত্রদলের তদন্ত কমিটি

ফেনীর জনপ্রিয় এক পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হুমকি ও ফেনী সরকারি কলেজ গ...

ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

আলুবীজের দরপতনে দুশ্চিন্তায় বগুড়া ও জয়পুরহাটের চাষিরা

আলুবীজ উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা। কিন্তু চলতি মৌসুমে ২৬ টাকা দরে বি...

বগুড়ায় পৌরসভার ঢালাই রাস্তার ওপর ইটের প্রাচীর নির্মাণ

বগুড়া শহরের শিববাটি এলাকায় পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা কেটে এবং ভেঙে বাড়ির সী...

ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউজ...

কটিয়াদীতে বজ্রপাতে এক জন নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্জ্রপাতে মো: শাহজাহান (৪৫)ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা