অপরাধ

অস্ত্র মামলায় জিকে শামীমের জামিন, জানেন না রাষ্ট্রপক্ষের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক:

যুবলীগের বহিষ্কৃত নেতা ও বিতর্কিত ঠিকাদার জিকে শামীমকে অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

৬ ফেব্রুয়ারি অত্যন্ত গোপনীয়তায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন তিনি। তার জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি।

অথচ দেশ জুড়ে আলোচিত ঠিকাদার শামীমের জামিনের বিষয়ে না কি কিছুই জানেন না রাষ্ট্রপক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান বলেন, তার জামিনের বিষয়ে আমি কিছুই জানি না। রোববার এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান তিনি।

ফজলুর রহমান বলেন, “শামীমের বিরুদ্ধে অস্ত্র মামলার কথা আমার তো জানা নেই। আমি তো কোর্টে থাকি সারাদিন। আমার জানা মতে জিকে শামীমের কোন মামলার বেল হয়নি। এটা আমার দেখতে হবে”।

জামিনের কাগজ পাওয়ার বিষয়ে তিনি বলেন, “জজ সাহেব নিজের মতো করে দিয়েছেন কিনা, আমাকে জানতে হবে। ক্যাসিনোর কেসগুলো আমরা অপোজ করি বেশি করে। এখানে ভুয়া জামিনও তো বহু হয়েছে। আমি নিজে ধরেছি। জিকে শামীমের মামলার শুনানির সময় এই কথা উঠেইনি যে জামিন হবে। এখন যদি জিকে শামীমের জায়গায় অন্য শামীম হয়, হতে পারে। আমাকে এ বিষয়ে কোর্টে গিয়ে কনফার্ম হতে হবে।”

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিপুল পরিমাণ অর্থ ও মাদকসহ গ্রেফতার করা হয় তাকে। ওই অভিযানে তার সাত দেহরক্ষীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক মামলা করা হয়।

এ সময় তার অফিস থেকে নগদ ১ কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআরের কাগজপত্র, একটি আগ্নেয়াস্ত্র, দেহরক্ষীদের সাতটি শর্টগান ও গুলি এবং কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সুত্র: সময় টিভি

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা