নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ৫ টি গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বেশ কয়েকজন আহত হয়।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ ভাইয়ের
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কূল এলাকায় গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি গ্যারেজের সব মালামাল পুড়ে গলেও বাকী চারটির আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: মানিকছড়িতে ইয়াবাসহ আটক ১
বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, সকালে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার স্টেশনের একটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত সবাই স্থানীয় হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সান নিউজ/এএন