আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়ইতলী এলাকা থেকে সেনাবাহিনী ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করে পাচারের উদ্দেশ্যে জমিয়ে রাখা ৪৫০ ঘনফুট কাঠ জব্দ করেছে।
আরও পড়ুন: কালোবাজারিদের বিরুদ্ধে সতর্ক থাকুন
বনবিভাগ সূত্রে, বুধবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ইতলীস্থ বড়ডলু কঞ্জুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্তুপ করেরাখা মেহগনি, গামারী, কড়ই, গর্জন, জামসহ নানা প্রজাতির ৪৫০ ঘনফুট কাঠজব্দ করেন সেনাবাহিনী ও গাড়ীটানা রেঞ্জের সদস্যরা। যার স্থানীয় বাজারমূল্য ৩ লাখ টাকা।
খাগড়াছড়ি বনবিভাগের গাড়ীটানা রেঞ্জের বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ কাঠের বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            