সারাদেশ

পশুর হাটে স্বাস্থ্য সুরক্ষায় কঠোর বরিশাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ঈদ-উল-আজহায় কভিড-১৯ সংক্রমণ রোধ এবং ঈদের ছুটি ও আগে-পরে নিরাপত্তা শঙ্কা এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগ। পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন পুলিশ সদস্যরা। শীর্ষ কর্মকর্তারা মনে করেন, সড়কে চাঁদাবাজি বন্ধ করাই এবারের প্রধান চ্যালেঞ্জ। জরুরি প্রয়োজনে ন্যাশনাল হেল্প ডেস্কের সহায়তা নেওয়ার কথা বলা হয়েছে।

করোনা প্রতিরোধ ও মানুষের ঈদ আয়োজন নির্বিঘ্নের নিশ্চয়তায় অনুমোদিত পশুর হাট পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান। আজ (৩০ জুলাই) কাউনিয়া টেক্সটাইল বালুর মাঠ পশুর হাট পরিদর্শন করেন তিনি। শাহাবুদ্দিন খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে নির্দেশনা মোতাবেক পশুর হাট পরিচালনা করতে হবে। ক্রেতাদেরও মানতে হবে স্বাস্থ্যবিধি। যদি না মেনে কেউ হাট পরিচালনা করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘সচেতনতায় সার্বক্ষণিক প্রচারণা, পশুর হাটে হাত ধোয়ার ব্যবস্থা, মাস্ক পরে হাটে প্রবেশ, পশু রাখার দুই সারির মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রাখা, সিসি ক্যামেরা স্থাপন এবং নারী উদ্যোক্তাদের যেন কেউ উত্ত্যক্ত করতে না পারেন, সেজন্য কঠোর পুলিশ। চাঁদাবাজি রোধে করতে আমরা শূন্য সহিষ্ণু। কাউকে ছাড় দেবো না।’

মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, কালিজিরা, বরিশাল বিশ্ববিদ্যালয়, রহমতপুর, নতুল্লাবাদ বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল এলাকাগুলোতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল। লঞ্চঘাট এলাকায় বিশেষ নজরদারি বাড়ানোর পাশাপশি ঢাকা থেকে আসা যাত্রীরা যেন কোনো হয়রানি বা যানজটের মুখে না পড়েন তা নিশ্চিত করতে বেশ কিছু কৌশল অবলম্বন করবে পুলিশ।

ট্রাফিক সার্জেন্টরা ডিউটির পাশাপশি নিদিষ্ট এলাকাগুলোতে কোনো ধরনের যানজট যেন সৃষ্টি না হতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। প্রতিটি রাস্তার বাম দিকে সম্পূর্ণ ফাঁকা রাখাসহ মোড়ে যেন কোনো যানবাহন দাড়িয়ে না থাকতে পারে, সেদিকেও বিশেষ নজরদারি করবেন।

নগরীর ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে দখল করে ব্যবসা করা হকারদের উচ্ছেদসহ রাস্তার ওপরে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যারা রাস্তায় চলাচলে বাধা সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ঈদ উপলক্ষে এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের দ্বায়িত্বশীল কর্মকর্তারা।

ট্রাফিক অফিস জানিয়েছে, কোরবানির ঈদ ও আগস্ট মাস সামনে রেখে জঙ্গি হামলার আশঙ্কায় বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ বিশেষ নজরদারি বাড়িয়েছে।

পুলিশ বক্সগুলোতে পুলিশ ছাড়া কাউকে প্রবেশ করতে না দেওয়া, পুলিশে কর্মরতদের ব্যবহৃত গাড়ির দিকে লক্ষ্য রাখতেও আলাদা নির্দেশনা এসেছে।

যেকোনো গাড়িকে সন্দেহ হলে তা তল্লাশি ও সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জনবহুল এলাকা যেমন নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বিশেষ করে কোরবানির পশু বহনকারী গাড়ি যেন কোথাও থামানো না হয়, সেজন্য বিশেষ মনিটরিং সেল কাজ করছে বিএমপিতে।

বিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, ‘এবারের ঈদে মেট্রোপলিটন এলাকার রাস্তাগুলোকে যানজটমুক্ত রাখাই আমাদের প্রধান লক্ষ্য। ফুটপাত ও সড়ক হকারদের দখল থেকে মুক্ত করতে অভিযান চলছে বেশ কয়েকদিন ধরেই। কোনো গাড়ি থেকে যেন চাঁদাবাজি না হয়, তা নিশ্চিতে কয়েক স্তরে কাজ করছে পুলিশ।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

বিএনপির বিরুদ্ধে যারা অপব্যাখ্যা দিচ্ছে, তারাই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে...

সান নিউজের সাংবাদিক সবুজের বাবা মারা গেছেন

সাংবাদিক কুদরতে খোদা সবুজের বাবা শফিউল্লাহ শেখ (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল...

ফেনীতে গণভোট নিয়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা...

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত আফনানের অবস্থা সংকটাপন্ন

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাস...

মুন্সীগঞ্জ মহিলা কলেজে ক্লাস টেস্টের নামে অর্থ বাণিজ্য!

মুন্সীগঞ্জ শহরে অবস্থিত সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থে...

‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’ স্লোগানে ৭ কলেজের শিক্ষার্থীরা

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বুধবার (১৪জানুয়ারি) রাজধান...

৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা...

মুন্সীগঞ্জ সদরে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে সহিংসতা ও নাশকতাকারী শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার...

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা