সারাদেশ

পশুর হাটে স্বাস্থ্য সুরক্ষায় কঠোর বরিশাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ঈদ-উল-আজহায় কভিড-১৯ সংক্রমণ রোধ এবং ঈদের ছুটি ও আগে-পরে নিরাপত্তা শঙ্কা এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগ। পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন পুলিশ সদস্যরা। শীর্ষ কর্মকর্তারা মনে করেন, সড়কে চাঁদাবাজি বন্ধ করাই এবারের প্রধান চ্যালেঞ্জ। জরুরি প্রয়োজনে ন্যাশনাল হেল্প ডেস্কের সহায়তা নেওয়ার কথা বলা হয়েছে।

করোনা প্রতিরোধ ও মানুষের ঈদ আয়োজন নির্বিঘ্নের নিশ্চয়তায় অনুমোদিত পশুর হাট পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান। আজ (৩০ জুলাই) কাউনিয়া টেক্সটাইল বালুর মাঠ পশুর হাট পরিদর্শন করেন তিনি। শাহাবুদ্দিন খান বলেন, স্বাস্থ্যবিধি মেনে নির্দেশনা মোতাবেক পশুর হাট পরিচালনা করতে হবে। ক্রেতাদেরও মানতে হবে স্বাস্থ্যবিধি। যদি না মেনে কেউ হাট পরিচালনা করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘সচেতনতায় সার্বক্ষণিক প্রচারণা, পশুর হাটে হাত ধোয়ার ব্যবস্থা, মাস্ক পরে হাটে প্রবেশ, পশু রাখার দুই সারির মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রাখা, সিসি ক্যামেরা স্থাপন এবং নারী উদ্যোক্তাদের যেন কেউ উত্ত্যক্ত করতে না পারেন, সেজন্য কঠোর পুলিশ। চাঁদাবাজি রোধে করতে আমরা শূন্য সহিষ্ণু। কাউকে ছাড় দেবো না।’

মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, কালিজিরা, বরিশাল বিশ্ববিদ্যালয়, রহমতপুর, নতুল্লাবাদ বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল এলাকাগুলোতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল। লঞ্চঘাট এলাকায় বিশেষ নজরদারি বাড়ানোর পাশাপশি ঢাকা থেকে আসা যাত্রীরা যেন কোনো হয়রানি বা যানজটের মুখে না পড়েন তা নিশ্চিত করতে বেশ কিছু কৌশল অবলম্বন করবে পুলিশ।

ট্রাফিক সার্জেন্টরা ডিউটির পাশাপশি নিদিষ্ট এলাকাগুলোতে কোনো ধরনের যানজট যেন সৃষ্টি না হতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। প্রতিটি রাস্তার বাম দিকে সম্পূর্ণ ফাঁকা রাখাসহ মোড়ে যেন কোনো যানবাহন দাড়িয়ে না থাকতে পারে, সেদিকেও বিশেষ নজরদারি করবেন।

নগরীর ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে দখল করে ব্যবসা করা হকারদের উচ্ছেদসহ রাস্তার ওপরে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যারা রাস্তায় চলাচলে বাধা সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ঈদ উপলক্ষে এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের দ্বায়িত্বশীল কর্মকর্তারা।

ট্রাফিক অফিস জানিয়েছে, কোরবানির ঈদ ও আগস্ট মাস সামনে রেখে জঙ্গি হামলার আশঙ্কায় বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ বিশেষ নজরদারি বাড়িয়েছে।

পুলিশ বক্সগুলোতে পুলিশ ছাড়া কাউকে প্রবেশ করতে না দেওয়া, পুলিশে কর্মরতদের ব্যবহৃত গাড়ির দিকে লক্ষ্য রাখতেও আলাদা নির্দেশনা এসেছে।

যেকোনো গাড়িকে সন্দেহ হলে তা তল্লাশি ও সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জনবহুল এলাকা যেমন নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বিশেষ করে কোরবানির পশু বহনকারী গাড়ি যেন কোথাও থামানো না হয়, সেজন্য বিশেষ মনিটরিং সেল কাজ করছে বিএমপিতে।

বিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, ‘এবারের ঈদে মেট্রোপলিটন এলাকার রাস্তাগুলোকে যানজটমুক্ত রাখাই আমাদের প্রধান লক্ষ্য। ফুটপাত ও সড়ক হকারদের দখল থেকে মুক্ত করতে অভিযান চলছে বেশ কয়েকদিন ধরেই। কোনো গাড়ি থেকে যেন চাঁদাবাজি না হয়, তা নিশ্চিতে কয়েক স্তরে কাজ করছে পুলিশ।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শুক্রবার (২৬ জুলাই) বেশ কি...

ইসরায়েলের নৃশংস হামলা, নিহত ৩০ 

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩০...

বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দ...

ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের সঙ্গে ১...

সুসংবাদ পেলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।...

ঢাকায় গ্রেফতার ২৩৫৭

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদে...

ফ্রান্সে রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে অলিম্পিক আসরের উদ্বোধন অনুষ্ঠান...

ভারতের কাছে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের সঙ্গে ১...

পুলিশকে দুর্বল করতেই হামলা

নিজস্ব প্রতিবেদক : পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা