এতিম
সারাদেশ

এতিমদের চাল রক্ষা করলেন যুবক 

নিজস্ব প্রতিনিধি, সাভার: মাদরাসার এতিমদের জন্য গোডাউনে রাখা খাদ্যসামগ্রী থেকে দুই বস্তা চাল চুরি করে পালানোর সময় চোরকে ধাওয়া দেয় যুবক দেলোয়ার হোসেন (২৬)।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া জামিয়া মইনুল ইমলাম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদ্রাসায় দেড় হাজার শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়। আর খাদ্যসামগ্রী রাখা হত একটি কক্ষে। সে কক্ষে ২ চোর চাল সরানোর সময় যুবক দেলোয়ার হোসেন ধাওয়া দিলে ঘটনাস্থলে চোর পালিয়ে যায়।

এ বিষয়ে যুবক দেলোয়ার হোসেন বলেন, ‘রাতের দিকে বাড়ির সামনে হাঁটার সময় দেখি মাদ্রাসার ভেতরে দুইটা ছেলে ঢুকছে। পরে আমি পাশ দিয়ে নেমে দেখতে থাকি তারা কি করে। একপর্যায়ে দেখতে পাই তারা ওই গোডাউনের দরজার খিল ভেঙ্গে ঘরে ঢুকে দুই বস্তা চাল নিয়ে পালাচ্ছে। তখন আমি আমার হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে ওদেরকে ধাওয়া দিলে তারা চাল ফেলে চলে যায়।

এদিকে দেলোয়ারের এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মাদ্রাসাটির শিক্ষক আব্দুল হামিদ। তিনি বলেন, ‘আমিতো ছিলাম না। পরে আমাকে ডেকে আনা হয়। এসে শুনতে পাই চোরেরা দুই বস্তা চাল নিয়ে পালাচ্ছিল। পরে দেলোয়ার এসে তাদেরকে ধাওয়া দিলে চোরেরা চাল ফেলে পালায়।’

তিনি বলেন, ‘এই মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে খাওয়ানো, পড়ানো হয়। এখানে যে খরচ হয় সেটার সংকুলান নানাজনের সহযোগিতা থেকে করে থাকি। এখান থেকে একটা কিছু খোঁয়া যাওয়া মানে এতিমদের পেটে লাথির সমান। তাদেরকে আরও বিপাকে ফেলার সমান। ফলে চুরি যাওয়া থেকে চাল রক্ষা করে দেলোয়ার হোসেন অনেক এতিমের খাবার রক্ষা করলেন।’

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক আরাফাত উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে চুরির বিষয়ে কোন লিখিত অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা