এতিম
সারাদেশ

এতিমদের চাল রক্ষা করলেন যুবক 

নিজস্ব প্রতিনিধি, সাভার: মাদরাসার এতিমদের জন্য গোডাউনে রাখা খাদ্যসামগ্রী থেকে দুই বস্তা চাল চুরি করে পালানোর সময় চোরকে ধাওয়া দেয় যুবক দেলোয়ার হোসেন (২৬)।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া জামিয়া মইনুল ইমলাম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মাদ্রাসায় দেড় হাজার শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়। আর খাদ্যসামগ্রী রাখা হত একটি কক্ষে। সে কক্ষে ২ চোর চাল সরানোর সময় যুবক দেলোয়ার হোসেন ধাওয়া দিলে ঘটনাস্থলে চোর পালিয়ে যায়।

এ বিষয়ে যুবক দেলোয়ার হোসেন বলেন, ‘রাতের দিকে বাড়ির সামনে হাঁটার সময় দেখি মাদ্রাসার ভেতরে দুইটা ছেলে ঢুকছে। পরে আমি পাশ দিয়ে নেমে দেখতে থাকি তারা কি করে। একপর্যায়ে দেখতে পাই তারা ওই গোডাউনের দরজার খিল ভেঙ্গে ঘরে ঢুকে দুই বস্তা চাল নিয়ে পালাচ্ছে। তখন আমি আমার হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে ওদেরকে ধাওয়া দিলে তারা চাল ফেলে চলে যায়।

এদিকে দেলোয়ারের এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মাদ্রাসাটির শিক্ষক আব্দুল হামিদ। তিনি বলেন, ‘আমিতো ছিলাম না। পরে আমাকে ডেকে আনা হয়। এসে শুনতে পাই চোরেরা দুই বস্তা চাল নিয়ে পালাচ্ছিল। পরে দেলোয়ার এসে তাদেরকে ধাওয়া দিলে চোরেরা চাল ফেলে পালায়।’

তিনি বলেন, ‘এই মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে খাওয়ানো, পড়ানো হয়। এখানে যে খরচ হয় সেটার সংকুলান নানাজনের সহযোগিতা থেকে করে থাকি। এখান থেকে একটা কিছু খোঁয়া যাওয়া মানে এতিমদের পেটে লাথির সমান। তাদেরকে আরও বিপাকে ফেলার সমান। ফলে চুরি যাওয়া থেকে চাল রক্ষা করে দেলোয়ার হোসেন অনেক এতিমের খাবার রক্ষা করলেন।’

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক আরাফাত উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে চুরির বিষয়ে কোন লিখিত অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।’

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...

সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী পুল...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দেশজুড়ে মিষ্টি বিতরণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ...

বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের বাসায় প্রবেশ করে তার...

উলিপুরে মানব পাচারকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার অভিযোগে চিহ্নিত মানব পাচারকারী মমিনুল ইসলাম বাব...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের &lsqu...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহ...

পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ জারী

সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা