সারাদেশ

মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ-গুলাগুলি, আহত ১২ 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলাগুলি ঘটনা ঘটেছে। হামলায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে। হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছেলে বাদলকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেই গুলিতে ৪ জন গুলি বিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন । সোমবার (২৪ মে) সকালে সদর উপজেলার চরাঞ্চালের আধারা ইউনিয়নের ষোলারচর গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় দু'পক্ষের হামলায় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গ্রামে আতঙ্ক ছড়িয়ে দেয়।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর যাবৎ দুই'টি পক্ষ হামলা, পাল্টা হামলা করে চলেছেন। এখানে একটি গ্রুপের নেতৃত্ব দেন সদর উপজেলার অধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মেম্বার। অপর গ্রুপের নেতৃত্ব দেন আধারা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আলী হোসেন সরকার ও ওয়ার্ড মেম্বার মজিবুর ভূইয়া। এই দুইটি গ্রুপ কয়েক দিন পরপর সংঘর্ষে লিপ্ত হয়৷ গতকাল রাতে আলী হোসেনের গ্রুপ সুরুজ মেম্বারের লোকজনদের গ্রাম ছাড়া করে। পরে আজ সকালে সুরুজ মেম্বারের গ্রুপ আলী হোসেন সরকারের বাড়িতে হামলা চালিয়ে এলোপাথারি গুলিবর্ষণ করে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে রোমান (১২), রিংকু (২২), ইকরাম (২৩), জব্বার (২৮)। এছাড়া ককটেল হামলায় আহত সম্রাট (৩২) রাহায়ন (২৫),মিলন (২০), রানাসহ (২৩) ১২ জন আহত হয়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ শিশু রোমানকে (১২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতােি ভর্তি করা হয়েছে। এছাড়া অপর আহতদের বিভিন্ন ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে সদর থানার (ওসি) অপারেশন শেখ আবু হানিফ বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবস...

মাটিরাঙায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম

খাগড়াছড়ির মাটিরাঙায় তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফির...

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বা...

বন্ধ রয়েছে মাদারীপুরের গ্যাস সিলিন্ডার বিক্রি ও সরবরাহ

আজ বৃহস্পতিবার মাদারীপুর শহরের অধিকাংশ এলাকায় এলপি গ্যাসের সংকট দেখা গেছে। এত...

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মানিকপুরে সৌদি আরবপ্রবাসীর বাড়িতে রাতের আঁধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা