নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোবহান মিয়া (৬০) নামে এক ঘটকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করছে, তবে দুর্ঘটনার পর ড্রাইভার পালিয়ে যায়।
নিহত সোবহান সদর উপজেলার মৃত শাহবাজপুরের চিকার পাড় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। সে পেশায় ঘটক। গ্রামে-গঞ্জে ঘুরে বিয়ে-শাদীর মধ্যস্থতা করতো।
সদরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল লতিফ মিয়া জানান, সকালে শিমুলতলীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোবহান মিয়া নামের এক ঘটকের। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
সান নিউজ/এসজে/এনকে