সারাদেশ

মহানবীর নামে কটুক্তিকারীর ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে কালিমা ও রসুল (সা.) এর হাদিসের বিরুদ্ধে কটুক্তি করায় শিক্ষক আমিরুল ইসলামের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার (২২নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর প্রেসক্লাবে মুফাচ্ছির পরিষদ, উলামা মাশায়েক কমিটি, উলামা পরিষদ, হাজী কল্যাণ পরিষদের আয়োজনে এই যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জাতীয় মুফাসসির পরিষদের কুষ্টিয়া জেলা সভাপতি মুফতি মাওলানা আব্দুল হান্নান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উলামা পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মো. ইব্রাহিম হুসাইন কাশেমী, বঙ্গবন্ধু উলামা পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা মো. ফারুক আযম জিহাদী, দায়ী ইলাল্লাহ ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন, মিরপুর উপজেলা উলামা মাশায়েক পরিষদের সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, হাজী কল্যাণ পরিষদের সদস্য হাজী আছাদুর রহমান বাবু, হাজী আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া হাক্কানী দরবারের পরিচালক মো. খালিদ হাসান সিপাই।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মিরপুর দারুস সালাম অনলাইন স্কুলের পরিচালক আমিরুল ইসলাম কোরআন-হাদীস ও কালেমা বিরোধী প্রতারণা ও কর্মকান্ড করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানায়। তার শাস্তি না হলে আগামীতে আরো বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়ার মিরপুরে এক শিক্ষককে আটক করে পুলিশ। মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটকের পর মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সান নিউজ/কেকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা