জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে সাপের কামড়ে আযম আলী (৪০) নামে এক কৃষক মারা গেছেন।
আরও পড়ুন : বাঘের আক্রমণে নিহত ১
শনিবার (২০ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে।
মৃত আযম আলী অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে। এর আগে তিনি একই ইউনিয়নের লালচামারচর এলাকায় বসবাস করতেন। নদী ভাঙনের পর স্বপরিবার নিয়ে ছালিপাড়া এলাকায় চলে আসেন।
আরও পড়ুন : বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের
স্থানীয়রা বলেন, আযম আলী শনিবার ভোরে বাড়ির টয়লেটে যাওয়ার সময় তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। তিনি পরিবারের লোকদের এ বিষয়টি জানালে তারা তাকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সান নিউজ/এমএইচ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            