ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

ভোলার ২ দিনব্যাপী সাহিত্য মেলা শুরু

ভোলা প্রতিনিধি: বাঙ্গালী সংস্কৃতিকে সমৃদ্ধ করতে ভোলায় ২ দিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ভোলার সরকারি স্কুল মাঠে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহম্মেদের পক্ষে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।

জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলায় প্রথমবারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি

এ মেলার মাধ্যমে জেলা পর্যায়ের সকল সাহিত্যিকদের পরিচয় ও তাদের সৃষ্টিকর্ম সকলের কাছে তুলে ধরার মাধ্যমে নতুন প্রজন্মকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে এ মেলা অনুষ্ঠিত হতে হচ্ছে।

পরে এক আলোচনা সভায় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আইরীন ফারজানা, বাংলা একাডেমির ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল গফুর, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইসরাফিল, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রুহল আমিন জাহাঙ্গীর, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, সময় পূর্বাপর-এর সম্পাদক কবি হাসান মাহমুদসহ আরও অনেকেই।

আরও পড়ুন: জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না

এ সময় বক্তরা বলেন, বাংলা সাহিত্য বাঙ্গালীদের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। বাংলা ভাষার সাহিত্য বাঙালি কবি লেখকদের হাতে কালব্যাপী সমৃদ্ধ হয়ে উঠেছে। এ সাহিত্য মেলার মধ্য দিয়ে সাহিত্য চর্চার সুযোগ বাড়বে বলে মনে করেন তারা।

তারা বলেন, সাহিত্য চর্চার মাধ্যমেই আগামী প্রজন্ম প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। এছাড়া সমাজ থেকে বৈষম্য ও সাম্প্রদায়িকতা দূর হবে বলেও আশা ব্যক্ত করেন বক্তারা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, জেলার কৃর্তীমান লেখকসহ উদীয়মান লেখকদের অনুপ্রাণিত করতে বর্তমান সরকার জেলায় জেলায় সাহিত্য মেলার আয়োজন করেছে।

আরও পড়ুন: সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই

বর্তমান সরকার বিশ্বাস করে, বাঙ্গালী সংস্কৃতিকে সমৃদ্ধ করতে জেলা পর্যায়ের এ সাহিত্য মেলা অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ আগামী দিনে হয়ে উঠবে আধুনিক, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ এই প্রত্যাশা সবার।

মেলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সাংবাদিক, উপজেলার কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে- প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, লেখক কর্মশালা, স্থানীয় লেখকদের স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা