সারাদেশ

 আম্পানঃ এক কোটি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক

সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের প্রায় এক কোটি গ্রাহকের। বড় বড় গাছ উপড়ে পড়ে আছে বিদ্যুতের তারের উপর। আবার কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে আছে।

সারারাতের ঝড়বৃষ্টির কারণে মেরামতের তেমন সুযোগ না থাকায়, ঝড় থামার সাথে সাথেই মেরামতের কাজে নেমেছে বিতরণ সংস্থার লোকেরা। কিছু কিছু অঞ্চলে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।

এদিকে পল্লি বিদ্যুৎ বোর্ড বলছে, ‘আম্পানে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে পল্লি বিদ্যুৎ কারণ আমাদের গ্রাহক সংখ্যা অন্যদের থেকে অনেক বেশি। উপকূলের অধিকাংশ জেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ভোর থেকেই মেরামতের কাজ শুরু করেছে আমাদের কর্মীরা।’ তিনি আরো জানান, দুই কোটি ৮৫ লাখ গ্রাহকের মধ্যে বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

গ্রাহকদের মধ্যে ঢাকার আশপাশ ছাড়া সবাই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যশোর, খুলনা, বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার বেল্টে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। খোঁজ নিয়ে জানা যায় বিদ্যুতের খুঁটি ভেঙেছে প্রায় ২০০ এর মতো। অসংখ্য বিদ্যুতের তার ছিঁড়ে গেছে গাছ পড়ে। দুপুরের মধ্যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ( পিজিসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া জানান, ‘আমাদের গ্রিডে এখন বিদ্যুৎ আছে। কিন্তু বিতরণ লাইনের সমস্যার কারণে ভোলা থেকে সুন্দরবন এলাকায় বিদ্যুৎ নিতে পারছে না। আমাদের এখন একমাত্র সমস্যা কুষ্টিয়াতে। সেখানে জেলা শহরসহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ নেই। ভেড়ামারা থেকে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবারহের চেষ্টা চলছে।’

অন্যদিকে উপকুলীয় এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এর ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিন জানান, ‘সারারাত ঝড়ের কারণে ফিডারগুলো একটা পর্যায়ে এক এক করে সব বন্ধ হয়ে যায়। কয়েকটি গ্রিডও বন্ধ হয়ে গিয়েছিল।’ তিনি আরো বলেন, বর্তমানে তাদের প্রায় ১২ লাখ গ্রাহকই ক্ষতিগ্রস্ত। তবে রাতের মধ্যে বেশিরভাগ এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে বলে তিনি জানান।

অপরপক্ষে পিডিবিরও বেশ কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তারাও সকাল থেকে কাজ শুরু করেছে। আজ রাতের মধ্যে সরবরাহ ঠিক হবে বলে তারা আশা করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার...

লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফ...

রাতভর কিয়েভে রুশ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন অ...

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন...

বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: আইএসপিআর

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহি...

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের &l...

মুনিয়ার মৃত্যুতে তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কল রেকর্ডে প্রমাণিত হয়েছে মুনিয়ার মৃ...

চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম,আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক...

নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’

গত জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা