ফিচার

হলুদ মাঠে কৃষকের স্বপ্ন 

খুলনা প্রতিনিধি:

রাস্তার দু’পাশে সরিষার হলুদ ফুলে ভরা দিগন্তজোড়া মাঠ। দেখলেই চোখ জুড়িয়ে আসে। মন চায় সে হলুদের মাঝে হারিয়ে যেতে। মাঠ ভরা সরিষা ক্ষেতের হলুদ মাঠে এক ফুল থেকে অন্য ফুলে মৌমাছিরা মনের আনন্দে মধু সংগ্রহে ব্যস্ত। যেন হলুদের মাঠে কৃষকের স্বপ্ন খেলা করে।

সরিষা চাষ লাভজনক হওয়ায় চাষিরা এখন ঝুঁকে পড়ছে সরিষা চাষে। কেউবা সরিষার বীজ তৈরি করেও লাভবান হচ্ছেন।

সরিষা চাষে খরচ কম, অল্প শ্রমে ফলন হয় বেশি। সেই সঙ্গে বাজারে আগাম সরিষার দাম ভালো পাওয়ায় এ ফসলের আবাদ বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে কৃষকের সংখ্যা। আমন ফসল ঘরে তোলার পর স্বল্প সময়ে এটি লাভজনক হওয়ায় এখন অনেকেই সরিষা চাষের দিকে ঝুঁকছেন। তবে এবার খুলনা জেলায় সব থেকে বেশি পরিমানে আগাম সরিষা চাষ হয়েছে ডুমুরিয়ায়।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, সরিষা চাষে কৃষকদের বিঘা প্রতি প্রায় ২হাজার টাকা খরচ হয়। আর উৎপাদিত সরিষা বিক্রি হয় প্রায় ৮ থেকে ৯ হাজার টাকায়। আমন ধান কাটার পর বোরো মৌসুমের পূর্বেই সরিষা চাষাবাদ করা যায়। আগাম সরিষা চাষে মাত্র ৬০-৭০ দিনের মধ্যেই কৃষক অনায়াসে ঘরে তুলতে পারেন সরিষা। আবাদকৃত জমির উর্বরতা বৃদ্ধি পাওয়ায় এসব জমিতে বোরো উৎপাদনও হয় বেশি।

জেলার ডুমুরিয়া উপজেলার টিপনা ব্লকের কৃষক শেখ মনজুর জানান, এবার ২ একর জমিতে সরিষার চাষাবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। শুধু আশপাশের নয়, উপজেলার অনেকেই আমার কাছ থেকে সরিষার বীজ কিনে চাষাবাদ করেছেন। আমি প্রতি বছর বীজ উৎপাদন করছি। এক কেজি সরিষা ৪০-৫০ টাকা দরে বিক্রি হয়। আর যদি বীজ তৈরি করে বিক্রি করি তাহলে প্রতি কেজি বিক্রি করতে পারি ১শ টাকা দরে।

একই উপজেলয়ার কর্ণিয়া এলাকার শেখ আবু হানিফ জানান, ধান কাটার পর নভেম্বর মাসে সরিষার বীজ বুনি। আর কয়েক দিন পর সরিষা কাটতে হবে। ফলন হয়েছে বেশ। আমি ৫০ শতক জমিতে সরিষা চাষাবাদ করেছি। ১৫শ থেকে ১৮শ টাকা খরচ হয়েছে আমার। আশা করছি এখান থেকে ২০-২২ হাজার টাকার সরিষা বিক্রি করতে পারবো। সরিষা ঘরে তুলে আবার সেই জমিতে আমরা বোরো চাষাবাদ করতে পারবো। ফলে জমি খালি থাকে না।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন জানান, কৃষকের এই উদ্যোগকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। জমির উর্বরতা ধরে রাখতে সরিষার আবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এজন্য অধিকাংশ কৃষক এখন সরিষা আবাদের দিকে ঝুঁকছেন। তাছাড়া অল্প দিনে এবং অল্প পরিশ্রমে অধিক ফসল ঘরে তুলতে পারে কৃষকেরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুল...

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও...

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএন...

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্র-মিশর-কাতার-তুরস্ক  

বন্দি বিনিময় সম্পন্ন, ট্রাম্প বললেন -“মধ্যপ্...

এনসিপি ১৯ অক্টোবরের মধ্যে প্রতীক না নিলে সিদ্ধান্ত নেবে ইসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৯ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক বাছাই না করলে এ...

গভীর সমুদ্র মৎস্য ও ফল রপ্তানিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের

বিশ্ব খাদ্য ফোরামে ইউনূসের সঙ্গে বৈঠকে কু দোংইউ বলেন “সহায়তা অব্যাহত থা...

আ. লীগের মিছিলে গেলেই পাচ্ছে ৫ হাজার টাকা

প্রায়ই রাজধানীসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাক...

সায়েন্স ল্যাবে ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছেন শিক্ষার্থীরা

শিক্ষক হেনস্তার প্রতিবাদে ও কলেজের স্বাতন্ত্র্য রক্ষায় সেন্ট্রাল ইউনিভার্সিটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা