রাজনীতি

রিলিফ চুরি নিয়ে লেখা কি অন্যায়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনার পরিস্থিতিতে প্রশ্ন তুলেছেন, এই দুর্যোগের সময় রিলিফ চুরি নিয়ে লেখা অন্যায় কি না?

তিনি বলেছেন, ‘এখন চাল চুরি হচ্ছে, গম চুরি হচ্ছে, সয়াবিন তেল চুরি হচ্ছে, রিলিফ চুরি হচ্ছে—এসব সম্পর্কে যদি লিখতে যান, তাহলে কি সেটা অন্যায় হবে? সত্য উদ্‌ঘাটন করাই তো সাংবাদিকদের কাজ।’

শনিবার (৯ মে) দুপুরে গুলশানের বিএনপি'র চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি করোনা মহামারির সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনের চরম অপব্যবহারের অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানান।

বিএনপি'র মহাসচিব বলেন, ‘বিএনপি সুস্পষ্টভাবে সরকারকে জানাতে চায়, সরকারকে জনরোষের আগুন থেকে রক্ষার জন্যই বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইনটির অপব্যবহার চলছে। এখনই এই গণ-বিরোধী আইন বাতিল করতে হবে। আমরা এই বৈশ্বিক মহামারির সময়ে সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ করে গ্রেপ্তার ও হয়রানির নিন্দা জানাচ্ছি।’

বিএনপি'র মহাসচিব এই আইনে গ্রেপ্তার ব্যক্তিদের এবং আদালত পুরোপুরি স্বাভাবিকভাবে না খোলা পর্যন্ত হত্যা-ধর্ষণসহ জঘন্য অপরাধ ছাড়া সব ধরনের গ্রেপ্তার বন্ধ রাখা, অথবা বিকল্প হিসেবে গ্রেপ্তার ব্যক্তিদের আদালত খোলার পর আত্মসমর্পণের শর্তে মুচলেকায় মুক্তির দাবি জানান। একই সঙ্গে লঘু অপরাধে ও রাজনৈতিক মামলায় কারাবন্দী, বয়স্ক ও নারী বন্দী, বিএনপি'র নেতা আবদুস সালাম পিন্টু ও লুৎফুজ্জামান বাবর, ছাত্রদল নেতা ইসহাক সরকারসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে গত কয়েক দিনে সাংবাদিক, কার্টুনিস্ট, লেখকদের গ্রেপ্তারের ঘটনা তুলে ধরে বিএনপি'র মহাসচিব বলেন, দেশে মানহানির একটি কার্যকর আইন থাকা সত্ত্বেও নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল নিরাপত্তা আইনটি বারবার ব্যবহার করছে সরকার।

মির্জা ফখরুল বলেন, 'সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে কীভাবে সাংবাদিক ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করে চলেছে, তার একটি উৎকৃষ্ট প্রমাণ মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে পিছমোড়া করে হাতকড়া পরানোর ঘটনা।'

সম্প্রতি সরকারের জারি করা একটি পরিপত্রের উল্লেখ করে বিএনপি'র মহাসচিব বলেন, 'সরকারের জারি করা পরিপত্রগুলো কী রকম ডিকটেটরিয়াল, তা চিন্তা করা যায় না।'

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এ ধরনের পরিপত্র জারি করে শুধু দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। প্রশ্নটা এসে যায়, সরকার এ বিষয়ে এখন পর্যন্ত নীরব কেন? নিশ্চয়ই এখানে কোনো দুর্বলতা আছে সরকারের, যে কারণে তারা প্রশ্রয় দিয়ে বেড়াচ্ছে।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় বিপুল পরিমাণ ইয়াবা তৈরির সরঞ্জামসহ আটক ১

খাগড়াছড়ির দীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জামসহ একজনকে...

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশায় বীজতলার চারা হলুদ হয়ে মারা যাচ্ছে

টানা দুই সপ্তাহ ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়া, ঘন কুয়াশা ও ক...

ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঝালকাঠির নলছিটি উপজেলায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভ...

ওসমান হাদিকে কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয়: ডিবি

পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী...

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে...

জামায়াতের সঙ্গে জোটের কারণে এনসিপির ৫ নেতার পদত্যাগ

জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত জোটে অংশ নেওয়ায় এনসিপি ফেনী জেলা শাখার বিভিন্ন...

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় গ্রামীণ ফোনের বিক্রয়কর্মী নিহত

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় আশিক চৌধুরী (২০) নামে গ্রামীণ ফোনের এক বিক্...

ফেনীতে মিথ্যা ধর্ষণ মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

ফেনীর আদালতে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগে স্বামী শহীদুল্...

কুষ্টিয়ায় ১২০০ প্যাকেট নকল বিড়ি জব্দ

কুষ্টিয়ায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১০৪ বোতল সিনা এলকোহল ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা