ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত বেড়ে ৮৯

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে মাউই দ্বীপে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা

এরই মধ্যে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ২০০০-এর বেশি ঘরবাড়ি। এতে প্রায় কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের ধারণা।

সাংবাদিকদের রাজ্যের গভর্নর জশ গ্রিন বলেছেন, এখন পর্যন্ত ৮৯ জনের প্রাণহানির রেকর্ড করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। জনগণকে তার জন্য প্রস্তত হতে বলছি।

আরও পড়ুন: ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ দিলো সৌদি

ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ) জানায়, দাবানলে ২২০০ টিরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে না, হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পুনর্নির্মাণে কমপক্ষে ৫৫০ কোটি মার্কিন ডলার দরকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাওয়াইয়ের এক আইনপ্রণেতার অভিযোগ, কর্মকর্তারা দাবানলের ভয়াবহতাকে অবহেলা করার কারণেই এতো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করতে চলেছে।

আরও পড়ুন: রাজনৈতিক দলের সাথে বৈঠক আজ

মাউই দ্বীপের ঐতিহাসিক শহর লাহাইনার বাসিন্দা অ্যান্টনি গার্সিয়া বলেন, তিনি যে অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন, সেটি দাবানলে ধ্বংস হয়ে গেছে। তার সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

শহরটিতে প্রায় ৩ দশক ধরে বসবাস করা ৮০ বছর বয়সী এ বৃদ্ধ জানান, সব নিয়ে গেছে, সব। এটি বেদনাদায়ক। এগুলো সামলানো কঠিন।

আরও পড়ুন: ত্যাগী নেতাদের মূল্যায়নের নির্দেশ

উল্লেখ্য, প্রায় ১৩ হাজার মানুষের বসবাস লাহাইনা শহরটিতে। এক সময় শহরটির যেসব হোটেল ও রেস্টুরেন্ট সারাক্ষণ প্রাণচঞ্চল থাকতো, দাবানলে পুড়ে সেগুলোর অধিকাংশই নিশ্চিহ্ন হয়ে গেছে।

লাহাইনা থেকে সরিয়ে নেওয়া বাসিন্দারা জানান, তাদের কারও কারও বাড়িতে লুটপাট হয়েছে। তবে পুলিশ এখনো এ তথ্য নিশ্চিত করেনি।

এছাড়া মাউই দ্বীপের পশ্চিমাংশে এখনো বিদ্যুৎ ও পানির সরবরাহ নেই। অনুসন্ধানী দলগুলো সেখানে দাবানলে ভুক্তভোগীদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: আজ টিসিবির পণ্য বিক্রি শুরু

এদিকে কোস্ট গার্ড বলছে, শহরের পোতাশ্রয় এলাকায় পানি থেকে তারা ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে। তারা আগুন থেকে বাঁচতে সাগরে লাফিয়ে পড়েছিল। বেঁচে যাওয়া ও বাস্তুচ্যুত লোকদের জন্য ৬ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

কর্মকর্তারা জানান, দুর্গত লোকদের হোটেল ও ভাড়া বাড়িতে রাখার পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণ, আহত ৬

হাওয়াই রাজ্যের এ দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের অনেক ধনী ব্যক্তি বাস করেন। তাদের মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও রয়েছেন। তিনি ও তার সঙ্গি লরেন সানচেজ ইতিমধ্যে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৮ আগস্ট) ভয়াবহ দাবানলটির সূত্রপাত হয়েছিল। পরে সেটি হারিকেন (ঘূর্ণিঝড়) ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৬

কর্তৃপক্ষ ইতিমধ্যে প্রায় ১৪ হাজার পর্যটককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। তবে বিদ্যুৎ ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনো অনেকের সন্ধান পাওয়া যায়নি।

গভর্নর গ্রিন বলেছেন, হাওয়াই রাজ্যের ইতিহাসে এটিই সম্ভবত সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। সূত্র: এএফপি, বিবিসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় ভারতীয় চিনিসহ গ্রেফতার ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় তীর কোম্পানি...

বোয়ালমারীতে বজ্রপাতে আহত ৮

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে প...

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি...

তরমুজের পুডিং রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে তরমুজের চাহিদা...

চীনে ছুরি হামলায় ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের ইউনান প্রদেশের জেনসিয়ং কাউন্টির এক...

ডাস্ট অ্যালার্জির লক্ষণ 

লাইফস্টাইল ডেস্ক: ডাস্ট অ্যালার্জি অতি পরিচিত একটি সমস্যা। প...

মনপুরায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

মো. ছালাহউদ্দিন, মনপুরা (ভোলা) সংবাদদাতা: ভোলায় মনপুরা কোস্ট...

এবার গ্লোবাল রাউন্ডে ইন্টারন্যাশনাল স্কুল

নিজস্ব প্রতিবেদক: আঞ্চলিক রাউন্ডে...

উপজেলা ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা