জাতীয়

যাত্রা শুরু পায়রা বিদ্যুৎকেন্দ্রের

নিজস্ব প্রতিবেদক:

দেশের সবচেয়ে বড় পায়রা বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে তার উৎপাদন কাজ শুরু করেছে।

১৩ জানুয়ারি সোমবার বেলা ১১টায় জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয় কেন্দ্রটিকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে পায়রা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। তবে কবে তিনি উদ্বোধন করবেন সেটা এখনো জানা যায়নি।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম খোরশেদুল আলম কেন্দ্রটির উৎপাদন শুরুর খবর নিশ্চিত করেন।

তিনি জানান, সফলভাবে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। বিভিন্ন ধাপে এখন উৎপাদন বৃদ্ধি করা হবে। এরইমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।’

প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা বলেন, ‘আজকে বেশ কিছুক্ষণ কেন্দ্রের প্রথম ইউনিট চালানো হয়। সেখান থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে গ্রিডে। আগামীকাল মঙ্গলবার আবারও চালাবো। প্রতিদিন অল্প অল্প করে বিদ্যুৎ সরবরাহ করা হবে, এরপর বাড়ানো হবে। পাশাপাশি যন্ত্রপাতিগুলোও চলবে এই মাসজুড়েই।’

এটি দেশের কয়লাচালিত সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র। সব মিলিয়ে পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর আগে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ছিল ৪৫০ মেগাওয়াট, যা গ্যাসচালিত।

কেন্দ্রটি রাষ্ট্রীয় নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশন (সিএমসি) যৌথভাবে নির্মাণ করে। ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগে নির্মিত এই কেন্দ্রের ঋণ সহায়তা দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।

বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। একই সক্ষমতায় আগামী মে মাসে দ্বিতীয় ইউনিটও উৎপাদনে আসবে।

এক নজরে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা:

২০১৮-১৯ এ বিদ্যুৎ বিভাগের অর্জন:

এ সময়ের মধ্যে সারা দেশে মোট বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩ কোটি ৪৩ লক্ষ। অর্থাৎ ৪০ লক্ষ নতুন গ্রাহক সংযুক্ত হয়। এ অর্থে মোট বিদ্যুৎ ব্যাবহারকারীর সংখ্যা ০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া বিদ্যুত বিতরণের সিস্টেম লস ৯.৬০ হতে ০.২৫ শতাংশ হ্রাস পেয়ে ৯.৩৫ শতাংশে উন্নীত হয়। যেখানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন প্রতি ঘন্টায় ৪৬ কিলোওয়াট বৃদ্ধি পায়।

বছর শেষে ৩,৪৯৩ মেগাওয়াট বিদ্যুৎ (আমদানীসহ) জাতীয় গ্রীডে যুক্ত হয়। যা দেশের মোট উৎপাদন ও সক্ষমতার বিচারে বিদ্যুতের অগ্রগতির জানান দেয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমরা কোন দলের...

২১ বছর ধরে শিশুশিক্ষায় তালপাতার পাঠশালা

শিশুশিক্ষার হাতে খড়ির প্রচলন হিসেবে একটা সময় ছিলো তালপাতার প্রচলন। আর লেখনী হ...

সুন্দরবনের উপকূলে বিলুপ্তির পথে মাটির মটকি

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ...

সুন্দরবনের উপকূলে ইলিশের সুবাস

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্য ভান্ডার...

নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শি...

হেলমেট-মাক্স ঢেকে নিষিদ্ধ আওয়ামিলীগের ঝটিকা মিছিল

মানিকগঞ্জে হেলমেট-মাস্কে মুখ ঢেকে আবারো প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম...

গুপ্ত সংগঠন কর্তৃক পরিবেশ বিনষ্ঠের প্রতিবাদে বিক্ষোভ

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক...

বাঁশ ও বেত শিল্পে ধ্বস

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্...

তপু ও ধলা পাহাড়ের হৃদয়স্পর্শী সম্পর্ক

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (র:) মাজারের দিঘিতে থাকা কুমিরের সম্পর্কে। ম...

লক্ষ্মীপুরে আরএসডি'র কর্মকর্তাদের জাগ্রত করতে প্রতীকী জানাযা

লক্ষ্মীপুরে খানাখন্দভরা সড়কগুলো মেরামতের উদ্যােগ না নেওয়া এবং সড়ক ও জনপদের ঘু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা