নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
২১ মার্চ শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানোর জন্য জনস্বার্থে ২১ মার্চ শনিবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক আদেশে এ অধিবেশন স্থগিত ঘোষণা করেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ২২ থেকে ২৩ মার্চ এ ২দিন জাতীয় সংসদের এই বিশেষ অধিবেশন বসার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ৩ মার্চ সংসদের এ বিশেষ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছিলেন তিনি।
রোববার বেলা ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ দেওয়ার কথা ছিল। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশনের ওপর সাধারণ আলোচনার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সংসদ।
প্রসঙ্গত: করোনা পরিস্থিতিতে বিশ্ব নেতৃবৃন্দ আসার বিষয়টি বাতিল হলে বিশেষ অধিবেশন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে ১১ মার্চ কার্য উপদেষ্টা কমিটির জরুরি বৈঠক ডেকে অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে বিদেশি বক্তার পরিবর্তে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন বলে সিদ্ধান্ত হয়। এরই মধ্যে করোনা পরিস্থিতির অবনতি হলে শনিবার রাষ্ট্রপতি অধিবেশন স্থগিত ঘোষণা করেন।
সান নিউজ/সালি
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            