নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঢাকায় একটি বাসায় কাজ করার সুবাদে বৃদ্ধা গৃহকর্ত্রীকে নির্যাতন করে টাকা পয়সা লুট পরে পালিয়ে যাওয়া গৃহকর্মী রেখা ঠাকুরগাঁওয়ে গ্রেফতার হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) গভীর রাতে শাহজাহানপুর থানার একটি দল জেলার সীমান্তবর্তী গ্রাম হতে গ্রেফতার করে। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
ঘটনার পর প্রথমে ডেমরা এলাকায় আশ্রয় নেয় রেখা। নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে আসে ঠাকুরগাঁওয়ে মামার বাসায়। পরে রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকায় আত্মগোপন করে।
চুরি করা টাকার মধ্যে ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গৃহকর্ত্রী নির্যাতনের ঘটনার পর ঢাকা থেকে বার্তা পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালায়। বুধবার গভীর রাতে বিশেষ টেকনোলোজির মাধ্যমে ঢাকা থেকে আগত পুলিশের টিম বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, মালিবাগের একটি বাসায় গত সোমবার সকালে ৩ বছর ধরে কিডনি রোগে আক্রান্ত বৃদ্ধার গায়ের কাপড়-চোপড় খুলে তাকে জোর করে বাথরুমে ঢোকায় রেখা। শীতের সকালে বৃদ্ধার গায়ে ঢালা হয় ঠাণ্ডা পানি। কিন্তু ভেতরে গৃহকর্ত্রীকে আটকাতে না পেরে বেরিয়ে আসে রেখার আসল চেহারা। বৃদ্ধার লাঠি দিয়েই শুরু করে মারধর। একের পর এক আঘাতে বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়লেও তাকে মারধর করা হয়।
আলমারির চাবির জন্য বৃদ্ধার বুকে পাড়া দেয়। বঁটি হাতেও তেড়ে আসে রেখা। একসময় অসহায়ের মতো আত্মসমর্পণ করেন বৃদ্ধা। গলা থেকে চেইন খুলে নেয় রেখা। হাতের বালাও কেড়ে নেয়া হয়।
কিন্তু চাবি দিয়ে আলমারি খুলতে সে ব্যর্থ হয়। তারপরেই অসুস্থ বৃদ্ধাকে টেনে নিয়ে বাধ্য করে আলমারি খুলে দিতে। ড্রয়ার খুলে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল নিজের কব্জায় নেয় রেখা। এরপর সবকিছু ব্যাগে ভরে বৃদ্ধাকে বাসায় তালা মেরে গেট খুলে ব্যাগসহ বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই ভয়ঙ্কর গৃহকর্মী।
সান নিউজ/বিআই/কেটি
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.