বিনোদন

বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে শুভ আর হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক:

আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী ও জন এফ কেনেডীকে নিয়ে আগেই তৈরি হয়েছে বায়োপিক। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে সে মানের কোনো বায়োপিক এখনো তৈরি হয়নি বাংলাদেশে। যদিও একটা নির্মানের প্রচেষ্ঠা হয়েছিল সেটা খুব বেশি আলোড়ন তুলতে পারেনি। এবার বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের চমক হিসেবে আসছে বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিক।

যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা আরিফিন শুভ খবরটা আগেই জানা ছিল। তবে চুড়ান্ত ছিল না কারা কারা আসলে অভিনয় করছেন।

অবশেষে আজ এলো সেই চুড়ান্ত শিল্পী তালিকা। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম-সচিব নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক তালিকায় বঙ্গবন্ধুর বায়োপিকে বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ৫০ জন শিল্পীর নাম প্রকাশ করা হয়। বিএফডিসির ওয়েবসাইটে আংশিকভাবে প্রকাশিত সেই তালিকায় বঙ্গুবন্ধু হিসেবে রয়েছে আরিফিন শুভর নাম। আর শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া।

১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম-সচিব নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এই তালিকায় ৫০ জন শিল্পীর নাম প্রকাশ করা হয়। পাশাপাশি তাদের চরিত্রের নামও প্রকাশ করা হয়েছে।

সেই তালিকার শুরুতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু শীর্ষক বায়োপিকের বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত অভিনেতা-অভিনেত্রীদের আংশিক তালিকা।

সেই আংশিক তালিকা অনুযায়ী জানা গেছে, বঙ্গবন্ধু চরিত্রে আরেফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া ও জান্নাতুল সুমাইয়া। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে আরও অভিনয় করছেন, সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল ইসলাম সাচ্চু (এ কে ফজলুল হক), রাইসুল ইসলাম আসাদ ( আব্দুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ দাদা), ফেরদৌস আহমেদ (তাজউদ্দীন আহমেদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

ছবিটি পরিচালনা করছেন বলিউডের পরিচালক শ্যাম বেনেগাল। বায়োপিকটি নির্মাণে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ রছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

ছবিটির মহরত হবে ১৭ মার্চ বঙ্গুবন্ধুর জন্মদিনে। বাংলা ভাষায় নির্মিত হচ্ছে ছবিটি। তবে পর্দায় হিন্দি সাবটাইটেল থাকবে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট রাখা হয়েছে ৩৫ কোটি টাকা। মূল বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত সরকার।

এই বায়োপিকের মাধ্যমে উঠে আসবে বাংলাদেশের অভ্যুদয় থেকে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নির্মম ট্র্যাজেডি। তারুণ্য থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং পরবর্তী সময়ের মুজিবের দেখা মিলবে ছবিতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমরা কোন দলের...

২১ বছর ধরে শিশুশিক্ষায় তালপাতার পাঠশালা

শিশুশিক্ষার হাতে খড়ির প্রচলন হিসেবে একটা সময় ছিলো তালপাতার প্রচলন। আর লেখনী হ...

সুন্দরবনের উপকূলে বিলুপ্তির পথে মাটির মটকি

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ...

সুন্দরবনের উপকূলে ইলিশের সুবাস

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্য ভান্ডার...

নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শি...

হেলমেট-মাক্স ঢেকে নিষিদ্ধ আওয়ামিলীগের ঝটিকা মিছিল

মানিকগঞ্জে হেলমেট-মাস্কে মুখ ঢেকে আবারো প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম...

গুপ্ত সংগঠন কর্তৃক পরিবেশ বিনষ্ঠের প্রতিবাদে বিক্ষোভ

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক...

বাঁশ ও বেত শিল্পে ধ্বস

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্...

তপু ও ধলা পাহাড়ের হৃদয়স্পর্শী সম্পর্ক

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (র:) মাজারের দিঘিতে থাকা কুমিরের সম্পর্কে। ম...

লক্ষ্মীপুরে আরএসডি'র কর্মকর্তাদের জাগ্রত করতে প্রতীকী জানাযা

লক্ষ্মীপুরে খানাখন্দভরা সড়কগুলো মেরামতের উদ্যােগ না নেওয়া এবং সড়ক ও জনপদের ঘু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা