আব্দুল আলীম হিমু
সারাদেশ

বরগুনার সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আব্দুল আলীম হিমু আর নেই

নিজস্ব প্রাতবেদক:

বরগুনা: বরগুনার সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতার অভিভাবক, দৈনিক ইত্তেফাকের বরগুনা (দক্ষিণ) জেলা প্রতিনিধি, বরগুনা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল আলীম হিমু আর নেই। বুধবার (০৯ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার ইউনিভার্সাল মেডিকেল অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আব্দুল আলীম হিমু করোনা পজেটিভ হয়ে সস্ত্রীক বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৮ আগস্ট ভর্তি হন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গত ৫ সেপ্টেম্বর সকালে এয়ার অ্যাম্বুলেন্সযোগে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। মারা যাওয়ার আগে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বরগুনার এমএলএ মরহুম আবদুল কাদের লাল মিয়ার ছোট ছেলে আব্দুল আলীম হিমু স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, শুভাকাঙ্খী রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক অঙ্গনসহ বরগুনার সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভেঙে পড়েছেন তার সহকর্মী, সহযোদ্ধারা। বরগুনা প্রেসক্লাব তিনদিনের শোক ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা থেকে তার মরদেহ এনে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রেসক্লাব চত্বরে রাখা হবে।

বাদ আছর বিকেল চারটায় সার্কিট হাউজ মাঠে নামাজে জানাজা শেষে বিকেল পাঁচটায় বরগুনা শহরতলীর বাঁশবুনিয়া গ্রামের আব্দুল কাদের সড়কের সাহেববাড়ির পারিবারিক কবরস্থানে আব্দুল আলীম হিমুকে দাফন করা হবে। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা ও দাফনকাজে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) কোরআন খতম এবং সদরঘাট মসজিদের সামনে কাঙালি ভোজের আয়োজন করেছে বরগুনা প্রেসক্লাব। তিনদিন কালো পতাকা উত্তোলন করা হবে ক্লাব চত্ত্বরে এবং সাংবাদিকরা কালোব্যাজ ধারণ করবেন।

বরগুনার সাংবাদিকতা জগতের বটবৃক্ষ আব্দুল আলীম হিমু ১৯৭২ সালে দৈনিক গণকন্ঠের বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। যৌবনে তিনি জাসদের জেলা কমিটির সভাপতি ছিলেন। এরপর দৈনিক ইত্তেফাকে যোগ দিয়ে সুদীর্ঘ ৩৫ বছর ধরে কর্মরত ছিলেন। আবদুল আলীম হিমু বরগুনার প্রথম সংবাদপত্র সাপ্তাহিক বরগুনা কণ্ঠ ও দৈনিক বরগুনা কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তার প্রতিষ্ঠিত সংবাদপত্রে কাজ করে আজকের অনেকেই দেশের খ্যাতনামা দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি বরগুনা প্রেসক্লাবের সাতবারের নির্বাচিত সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।মৃত্যুর আগ পর্যন্ত জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

আব্দুল আলীম হিমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. জাহাঙ্গীর কবির, বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস ও সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ প্রমুখ।

শোকবার্তায় বলা হয়েছে, তিনি ছিলেন জেলার সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকতা অঙ্গনের দিকপাল। সর্বদা সদালাপী ও মানবিক বোধসম্পন্ন একজন নিবেদিত সাংবাদিক হিসেবে উপকূলীয় সাংবাদিকতা সমৃদ্ধ করে গেছেন। তার মৃত্যুতে বরগুনাসহ দেশের মফস্বল সাংবাদিকতায় যে ক্ষতি হয়ে গেল, তা পূরণ হওয়ার নয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস ম...

আ. লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজ...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা