জাতীয়

বকেয়া বেতনের দাবিতে মালিবাগে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মালিবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুটি পোশাক কারখানার চার শতাধিক শ্রমিক। রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে মালিবাগের চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে তাহসিন ফ্যাশন ও রূপকথা ফ্যাশনের শ্রমিকরা এই বিক্ষোভ করেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় এ সময় রাস্তার এক পাশে যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের বকেয় বেতন রয়েছে দুই মাসের। কিন্তু মালিকপক্ষ দিতে চান মাত্র দুই হাজার টাকা করে। মালিক পক্ষ শ্রমিকদের জানিয়েছে এই মুহূর্তে এর বেশি দেবেন না তারা। তবে পুলিশের আশ্বাসে ২৮ এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন শ্রমিকরা।

তাহসিন ফ্যাশনের এক শ্রমিক জানান, 'লকডাউনের পর আমাদের কারখানা বন্ধ করে দেয়া হয়। এখানে আমরা ২২০ জন শ্রমিক কাজ করি। সবারই দুই মাসের বেতনভাতা বাকি পড়েছে। কিন্তু বেতন কবে দেবেন তা জানায়নি মালিকরা। আমরা উপায় না পেয়ে রাস্তায় নেমেছি।

অপর এক শ্রমিক আরও জানান, মালিকের মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। পরে পুলিশ মালিকের ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন। মালিকপক্ষ আমাদের সবাইকে দুই হাজার করে টাকা দিতে চান। আমরা তাদের বলেছি, দুই হাজার টাকা নেবো না। এই মুহূর্তে তারা বেতন দিতে পারবেন না বলে জানিয়ে দেন। আমরা পুলিশের কথায় ২৮ এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি।

শ্রমিকরা বলেন, পুলিশ 'আমাদের বিষয় বিজিএমইএ-কে জানিয়েছে। এখন দেখি কী হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আড়িয়ল ইউপিতে উপ-নির্বাচন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

খাগড়াছড়িতে গৃহকর্মীকে জিম্মির অভিযোগ 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

রানা প্লাজা ট্র্যাজেডি দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

কার্বণ মিল ও সীসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি:

মিয়ানমারের সেনাদের ফেরত পাঠাল বিজিবি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্র...

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবি, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার দক্ষিণের জেরবা দ্বীপের উপকূলে...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্...

গাজীপুরে তুলার গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার তেল...

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নির্মাণাধীন ভবনের ৪ তলা থেকে পড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা