জাতীয়
সাধারণ ছুটি

ফাঁকা রাজধানী ঢাকা

নিজস্ব প্রতিবেদক:

রাস্তা-ঘাটে নেই লোক সমাগম, গণপরিবহন বন্ধ, রিকশা, অটোরিকশাও একেবারেই কম, কিছুক্ষণ পর পর দেখা মিলছে দুই-একটি প্রাইভেট কার, বাজারগুলো ক্রেতা শূন্য, অধিকাংশ দোকান-পাট বন্ধ। ব্যস্ত নগরী ঢাকা এক ঘুমন্ত পুরি। সাম্প্রতিককালে রাজধানী ঢাকার এমন চিত্র দেখেছে কেউ?

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস কেড়ে নিয়েছে জীবনের সব ছন্দ। ঘরে বন্দি সবাই। নিজের নিরাপত্তায় বাসায় থাকতে হচ্ছে দেশবাসীকে। এ কারণে ঢাকার সড়কগুলো একেবারেই ফাঁকা।

আজ থেকে বন্ধ করে দেয়া হয়েছ গণপরিবহণ। গণ-জমায়েতও নিষিদ্ধ। করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে বাসায় বসে থাকতে হবে, এমনই মত বিশেষজ্ঞদের।

করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নেমেছে সেনাবাহিনী। অবশ্য রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়নি সেনাবাহিনীর টহল।

তবে খোলা রয়েছে কিছু কিছু নিত্য পণ্য, কাঁচাবাজার ও ওষুধে দোকান। সকালে রাজধানীর মোহাম্মদপুর কাঁচাবাজার দেখা গেছে একেবারেই ক্রেতা শূন্য। পুরো বাজারে ক্রেতা দেখা গেল মাত্র দুই-তিনজন। বিক্রি নেমে এসেছে শূন্যের কোঠায়। তবে পণ্যের দাম প্রকারভেদে ৫ থেকে ১০টাকা বেশি।

ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত পরিমাণে মাল আসেনি ঢাকায়। যারা আনছেন, পরিবহণ খরচ বাড়ছে বেশি। তাই দাম কিছুটা বেড়েছে।

রাজধানীর সবচেয়ে বড় কাঁচাবাজারের আড়ত কারওয়ান বাজার। দিন-রাত সব সময় থাকে সরগরম। কিন্তু আজ সকালে দেখা গেল তার উল্টো চিত্র। নেই ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাক। অধিকাংশ আড়তই বন্ধ। যারাই খুলেছেন অলস বসে আছেন।

শপিং মলগুলো বন্ধ হয়ে গেছে আগেই। গেট তালা দিয়ে বসে আছে নিরাপত্তা কর্মী।

যে দুই একটি রিকশা, অটোরিকশা দেখা যায় তারাও বসে আছে যাত্রীর অপেক্ষায়। কোন কোন রিকশা চালক নিজের রিকশায় বসেই ঘুমচ্ছেন।

রাস্তায় লোকসমাগম নেই, এমন পরিস্থিতিতে কেমন চলছে? এ প্রশ্ন করতেই রিকশা চালক জানান, সকাল ৭টায় রিকশা নিয়ে বের হয়েছেন। সাড়ে ১০টা পর্যন্ত যাত্রী পেয়েছে মাত্র দুই জন। ২০ টাকা করে ৪০টা তার কামাই হয়েছে। এই টাকা দিয়ে রিকশার জমা কিভাবে দেবেন, আর কিভাবেই বা চাল-ডাল কিনবেন? দিন চলবে কিভাবে সেই দুশ্চিন্তাতেই আছেন তিনি।

আরেক রিকশা চালককে জিজ্ঞাসা করলে তিনি জানান, সকালে বের হয়ে একজনও যাত্রী পাননি তিনি। রিকশাটি তার নিজের ফলে জমা নিয়ে দুশ্চিন্তা নেই তার। তবে স্ত্রী, ছোট দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে আজ কিভাবে কাটবে সেই চিন্তাই করছেন তিনি।

ধানমণ্ডি ২৭ নম্বরে এক পথচারীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ওষুধ কিনতে বের হয়েছেন। একই সাথে নিত্য পণ্যও কিনবেন। বলেন, রাজধানীর এ অবস্থা এর আগে কখনো দেখেননি। একেবারেই ফাঁকা, জনমানব শূন্য। এমন দেখে একটু ভয় ভয় করছে বলেও জানান তিনি।

করোনা আতঙ্কে একেবারে ফাঁকা রাজধানীর সড়কের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের বসে থাকতে দেখা গেছে। জানতে চাইলে এসময় এক পুলিশ সদস্য জানান, ফাঁকা সড়ক, তাই নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে নিরাপত্তার নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোটের মাঠে বিভক্ত বিএনপি, এতে আমাদের দল বড় জয় পাবে: মুফতি নুরানী

মুন্সীগঞ্জ-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী বলেছেন, বিএ...

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইল মিল এলাকায় যাত্রীবাহী বা...

ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে স্...

নতুন পুলে বদলে গেল জনজীবন, চিংড়াখালীতে দুর্ভোগের অবসান

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের বলেশ্বর নদীর তীরবর্তী উত্তর ও...

পুলিশ রাষ্ট্রের কর্মচারী, কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের...

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইল মিল এলাকায় যাত্রীবাহী বা...

ভোটের মাঠে বিভক্ত বিএনপি, এতে আমাদের দল বড় জয় পাবে: মুফতি নুরানী

মুন্সীগঞ্জ-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী বলেছেন, বিএ...

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মাওলা...

মাদারীপুরে ৩৩ কেভি খুঁটির যন্ত্রাংশ চুরি, বন্ধ হয়ে যেতে পারে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ

মাদারীপুরে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্...

ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উপশাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা