ছবি-সংগৃহীত
জাতীয়

পুলিশরা জাতীয় ক্রিকেট দলে খেলবে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশ শুধু ক্রিকেটে নয়, ফুটবল, কাবাডি খেলায়ও ভালো করছে। বাংলাদেশ পুলিশের ক্রিকেটাররা একদিন জাতীয় দলে খেলবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আরও পড়ুন: নৌকায় ভোট দেবেন ওয়াদা করুন

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ক্রিকেট বা যে কোনো খেলা টাকা ছাড়া এগোয় না। পয়সা খরচ করতে হয়। সরকারি যে বরাদ্দ, সেই বরাদ্দ দিয়ে খেলার মান ধরে রাখা খুবই কষ্টকর। বিসিবি সিইও ঘোষণা দিয়েছেন আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছেন, তাদের দুই লাখ টাকা। আর রানারআপ দলকে এক লাখ টাকা দেবেন। আরও আর্থিক পুরস্কার বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের (আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট) পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির জন্য পুলিশ ক্রিকেট ক্লাবের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আইজিপি।

বাংলাদেশ পুলিশ ক্রীড়াক্ষেত্রে অবদান রাখছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের ক্রিকেটের গুণগত মান বেড়েছে। সবাই আন্তরিকভাবে কাজ করছে বলেই ক্রিকেট অনেক এগিয়েছে।’

আরও পড়ুন: হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

এর আগে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুলিশ স্টাফ কলেজ। প্রথমে উইকেট হারিয়ে চাপে পড়ে পুলিশ স্টাফ কলেজ। পরে আব্দুল্লাহ আল মামুনের ৬৬ বলে ১০০ রানের ঝড়ো ইনিংসে ২ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় পিএসসি।

আইজিপি কাপে ১৬ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন পিএসসি দলের রিপু মার্মা। ৩৩৬ রান করে সেরা ব্যাটসম্যান, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও প্লেয়ার অব দ্য ফাইনাল হয়েছেন পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) দলের খেলোয়াড় আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তির ফল স্থগিত

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মহাপরিচালক বনজ কুমার মজুমদার, মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ সুজন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসমাইল হায়দার মল্লিক প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১৭ জন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্ব...

সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বা...

২১ বছর পর পৃথিবীতে সৌরঝড়ের আঘাত 

আন্তর্জাতিক ডেস্ক: ২১ বছর পর পৃথিবীতে শক্তিশালী সৌরঝড় আঘাত...

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেব...

টাইগারদের শ্বাসরুদ্ধকার জয়

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ র...

বিশ্বকাপের দল ঘোষণা কাল

স্পোর্টস ডেস্ক : আসন্ন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে...

আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : আবারও দেশের বাজারে সোনার দাম বেড়েছে। শনিব...

এসএসসির ফল কাল, জানা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে এসএসসি পরীক্ষার ফল আগামীকাল রোবব...

বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুৃ

জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ২ নির্মাণশ্রমি...

রাজনীতিতে পরিত্যক্তদের আওয়াজই বড়

নিজস্ব প্রতিবেদক : রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে, যারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা