নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে দিনদিন আশঙ্কাজনক হারে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২০ জনে।
এছাড়া নতুন শনাক্ত হয়েছে আরো ৩৯০ জন। দেশে মোট আক্রান্ত ৩ হাজার ৭৭২ জন। ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬ জনকে।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৯২ জন।
এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৭ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে ২৫ লাখ ৬৬ হাজারেরও বেশি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ লাখ ৯৭ হাজার ১০৭ জন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.