বিনোদন ডেস্ক:
অভিনেত্রী জয়া ভট্টাচার্যকে নিশ্চয়ই মনে আছে সবার? 'ক্যায়সা ইয়ে প্যায়ার হ্যায়', 'কিউকি সাস ভি কভি বহু থি'সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন জয়া ভট্টাচার্য। এমনকি শাহরুখ-ঐশ্বরিয়ার ছবি 'দেবদাস' এও অভিনয় করেছেন তিনি।
এবার করোনা পরিস্থিতিতে নিজের লম্বা চুল কেটে ফেলে এক্কেবারে ন্যাড়া হয়ে যেতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।
লকডাউনের এই সময়ে নিজের চুল কেটে ফেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জয়া ভট্টাচার্য। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করে জয়া বলেছেন, ''বহুদিন ধরে এটা করতে চেয়েছি, তবে কোনোভাবে এমন কাজ করে ফেলার জন্য প্রেরণা পাই নি। তবে এখন অনেক খোলামেলা ভাবে কাজ করতে পারবো।
জয়ার কথায়, প্রতিদিন বাড়িতে ফিরে পোষ্যদের খাইয়ে, সকলকে রেশন দিয়ে গরম জলে স্নান করি। এক্ষেত্রে আমার পক্ষে চুলের যত্ন নেওয়া ভীষণ কঠিন। আর তাই চুলটা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। আমার কাছে অভিনয়টা গুরুত্বপূর্ণ, কেমন দেখতে লাগে সেটা নয়।'' সূত্র: জিনিউজ
সান নিউজ/ আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.