নিজস্ব প্রতিবেদক:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চার কাউন্সিলর প্রার্থী।
শুক্রবার (১০ জানুয়ারি) ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, ঢাকা দক্ষিণ সিটিতে চারজন কউন্সিল প্রার্থি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তাদের মধ্যে দুজন সাধারণ ও দুজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর।
তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে, এটি ওয়ার্ডে একক প্রার্থী থাকায় আগেই নির্বাচিত হয়েছেন একজন। আরেক ওয়ার্ডে যাচাই-বাছাই শেষে একজন ছাড়া সবাই বাদ পড়েছেন। অন্য দুটি ওয়ার্ডে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বীরা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীরা হলেন- ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন, সংরক্ষিত আসন ৬ নম্বরে (১৬, ১৭, ১৮ সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে) নারগীস মাহতাব এবং সংরক্ষিত ৮ নম্বর আসনের (২২, ২৩, ২৬ সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে) নিলুফার রহমান।
তবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেননি বলে জানা যায়।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.