নিজস্ব প্রতিবেদক:
কাজের জন্য পোশাক শ্রমিকদের ঢাকায় আসতে হলে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড দেখানোর নির্দেশ দিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।
১ মে শনিবার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে সংস্থাটি।
তারা জানায়, পোশাক শ্রমিকদের অন্যথায় ঢাকায় প্রবেশের অনুমতি প্রদান করা যাবে না।
নির্দেশনায় বলা হয়, কোনো শ্রমিককে কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে এবং সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে।
এদিকে এরইমধ্যে ঢাকা ও এর আশপাশের পোশাক কারখানাগুলো খুলে দেয়া হয়েছে।
চাকরি হারানোর ভয়ে লকডাউন উপেক্ষা করে পোশাক শ্রমিকরা ঢাকায় ফিরছেন।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.