আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্ব পরিস্থিতিতে জার্মানিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটির প্রত্যেকটি রাজ্যে মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক করছে জার্মান সরকার।
নতুন এই আইনের ফলে দেশটির ১৬টি রাজ্যের সবকটিতেই গণপরিবহনে মাস্ক পরিধান করতে হবে।
এছাড়া রাজধানী বার্লিন ছাড়া সব রাজ্যের শপিংমলেও মাস্ক পরা বাধ্যতামূলক হবে।
দেশটির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি রাজ্য প্রথম মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ তালিকায় সবশেষে যোগ দিয়েছে ব্রেমেন। গত শুক্রবার এ রাজ্যের সিনেট মাস্ক পরার নিয়ম পাস করবে।
বেশির ভাগ রাজ্যই এভাবে নিয়ম পাসের পর তা চালু করবে সোমবার (২৭ এপ্রিল) থেকে। তবে কী ধরনের মাস্ক পরতে হবে সে ব্যাপারে রাজ্য ভেদে ভিন্নতা আছে।
কিছু রাজ্যে গণপরিবহন এবং শপিংমলগুলোতে কাপড়ের মাস্ক পরা, আবার কিছু রাজ্যে অন্য কোনো বিকল্প না থাকলে স্কার্ফ, ব্যান্ডানা বা অন্য যে কোনো কাপড় দিয়েও নাক মুখ ঢেকে রাখতে বলা হচ্ছে।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল গত সপ্তাহে দেশজুড়ে লকডাউন কিছুটা শিথিল করার পদক্ষেপ নেয়ায় মাস্ক পরার ওপর জোর দিয়েছেন।
জার্মানিতে ১ লাখ ৫০ হাজার ৭২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩১৫ জন। সূত্র: বিবিসি।
সান নিউজ/সালি
Newsletter
Subscribe to our newsletter and stay updated.