করোনা ভাইরাস আতঙ্কে জাপানী প্রমোদ তরী ডায়মন্ড প্রিন্সেস-এ আটকে পাড় মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়া হয়েছে। আজ (১৭ ফেব্রুয়ারি) ভোরে দুটি বিমানে করে তাদের সরিয়ে নেয়া হয়।
সংবাদ সংস্থা কয়োডো জানায়, সোমবার প্রথম প্রহরে টোকিয়োর হানেদা বিমানবন্দর থেকে বিমান দুইটি রওনা হয়। করোনা ভাইরাস আতঙ্কে জাপানের ইয়োকোহামা বন্দরের কাছে আটকে পড়েছে ক্রুজ শিপ ডায়মন্ড প্রিন্সেস। জাহাজটিতে যাত্রী ও ক্রু ছিলো ৩৭০০। বিশাল আকৃতির ওই প্রমোদ তরীতে মার্কিন নাগরিক ছিলেন প্রায় ৪০০ জন।
এই প্রমোদ তরীতে নতুন করে ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জাহাজটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৫ জনে। মূলত এ করণেই জাহাজ থেকে কাউকে নামতে দেয়নি জাপানী কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের নাগরিকরা জাহাজ ছাড়লেও বাকিরা রয়েছে আতঙ্কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে অনেকে আকুতি যানাচ্ছেন সেখান থেকে বাড়ি ফেরার।
গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামায় ক্রুজ শিপটি এসে পৌঁছানোর পর দু’সপ্তাহ ধরে প্রমোদ তরীটিকে আলাদা করে রাখা হয়েছে। এর আগে গত মাসে এ জাহাজের এক যাত্রীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেয়া হয়।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.