চীনে তৈরি নতুন প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির বাণিজ্যিক সরবরাহ শুরু করেছে টেসলা। এই প্রথমবারের মতো চীন থেকে গাড়ি তৈরি করল মার্কিন এ প্রতিষ্ঠানটি। গত ডিসেম্বরে চীনে তৈরি ১৫ টি মডেল ৩ সেডান টেসলা গাড়ি ক্রেতার হাতে সরবরাহের মাধ্যমে নতুন মাইলফলকে প্রবেশ করল তারা।
গত বছরের জানুয়ারিতে চীনের সাংহাইয়ে কারখানা চালু করে টেসলা। অক্টোবর থেকে গাড়ি নির্মাণ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে মডেল ওয়াই নির্মাণের পর ওই কারখানায় বছরে আড়াই লাখ গাড়ি নির্মাণ লক্ষ্যমাত্রা রয়েছে টেসলার।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক এমন একটি সময় কাজটি করা হল যখন যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধের কারণে নিজেদের উৎপাদন শিল্প চীনের বাইরে সরিয়ে নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো।
টেসলা মোটরস জানায়, ২৫ জানুয়ারিতে চন্দ্র নববর্ষ শুরু হওয়ার আগেই গাড়ি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আর ২০২০ সালের শুরু থেকেই সরবরাহ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছেন তারা।
চীনে তৈরি টেসলা মডেল ৩ গাড়িটির দাম পড়বে ৫০ হাজার ডলার। স্থানীয় বিদ্যুত চালিত গাড়ি বাজারে বিএমডব্লিইউ, মার্সেইডিজ-বেঞ্জের মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে পাল্লা দেবে টেসলার ওই গাড়িগুলো। জনপ্রিয় বিদ্যুত চালিত গাড়ি ‘ইভি’র বৃহত্তম বাজার হিসেবে দাঁড়িয়েছে চীন। গত বছর চীনে ১৩ লাখ ‘ইভি’ বিক্রি হয়েছে। এ কারণে এ বাজারে বিশেষ মনোযোগ টেসলার। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন রেসিং ইভেন্ট ও শোরুম পার্টি আয়োজন করছে কোম্পানিটি।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.