গ্রেফতারকৃতরা উগ্র মৌলবাদে অনুপ্রাণিত
সারাদেশ
উগ্র মৌলবাদে অনুপ্রাণিত

বন্ধুদের মাধ্যমে জঙ্গি কার্যক্রমে

সান নিউজ ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) কুমিল্লা জেলার লাকসাম থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ অর্থ ও হিজরত বিষয়ক সমন্বয়কসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন : পটুয়াখালীতে বাস ধর্মঘট চলছে

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, এরা নিকট আত্মীয়, বন্ধু ও স্থানীয় পরিচিত ব্যক্তিদের মাধ্যমে উগ্র মৌলবাদে অনুপ্রাণিত হয়ে সামরিক প্রশিক্ষণ নিয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১১ অভিযান চালিয়ে কুমিল্লা জেলার লাকসাম থেকে তাদের গ্রেফতার করে।

আরও পড়ুন : প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠাতে চান

গ্রেফতারকৃতরা হলেন :

মো. আব্দুল কাদের ওরফে সুজন ওরফে ফয়েজ ওরফে সোহেল, মো. ইসমাইল হোসেন ওরফে হানজালা ওরফে মানসুর, মুনতাছির আহম্মেদ ওরফে বাচ্চু এবং হেলাল আহমেদ জাকারিয়া।

র‌্যাব জানায়, ২-৪ বছর আগে নিকট আত্মীয়, বন্ধু ও স্থানীয় পরিচিত ব্যক্তিদের মাধ্যমে উগ্রবাদে অনুপ্রাণিত হয়ে তাত্ত্বিক ও সশস্ত্র প্রশিক্ষণ নেয় গ্রেফতারকৃতরা।

এদের মধ্যে বাচ্চু সংগঠনটির অর্থ বিষয়ক প্রধান সমন্বয়ক, সোহেল ও হানজালা সমগ্র দেশে হিযরতকৃত সদস্যদের সার্বিক সমন্বয়ক হিসেবে কাজ করতেন।

জাকারিয়া সামরিক শাখার তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি। এরা কুমিল্লার লাকসাম এলাকায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই তারা সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন।

আরও পড়ুন : আ’লীগের নেতারা কেউ পালায় না

খন্দকার আল মঈন আরও জানান, নতুন এই জঙ্গি সংগঠনের প্রধান মাহমুদ কুমিল্লা সদর দক্ষিণের একটি সিএনজি ফিলিং স্টেশনে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। প্রায় দুই বছর আগে তিনি চাকরি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান।

এক বছর আগে তিনি কুমিল্লার প্রতাপপুরে নিজের সেমি পাকা বাড়িসহ জমি স্থানীয় এক ব্যক্তির কাছে বিক্রি করে বান্দবানের নাইক্ষংছড়িতে সাড়ে তিন বিঘা জমি কেনেন। পরে সেখানে পরিবার নিয়ে চলে যান। সেখানে চাষাবাদের পাশাপাশি তিনি পোল্ট্রি ফার্ম ও গবাদি পশুর খামার পরিচালনা করতেন।

সংগঠনটির মহিলা শাখার বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। কিছু নারী এই সংগঠনে চাঁদা প্রদানে জড়িত আছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন : বাড়াবাড়ি করলে খালেদাকে জেলে পাঠাবো

এই র‌্যাব কর্মকর্তা জানান, হরকাতুল জিহাদ, জেএমবি এবং আনসার আল ইসলামের কিছু সদস্য ২০১৭ সালে নতুন একটি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০১৯ সালে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে সংগঠনটির কার্যক্রম পরিচালনা করতে থাকেন।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিরূদ্দেশ হওয়া তরুণের সংখ্যা ৫৫ এর বেশি। এরা পটুয়াখালী ও ভোলার বিভিন্ন চর এলাকায় শারীরিক কসরত ও জঙ্গিবাদ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছে।

এছাড়াও তাদেরকে আত্মগোপনে থাকার কৌশল হিসেবে রাজমিস্ত্রী, রং মিস্ত্রী, ইলেকট্রিশিয়ানসহ বিভিন্ন পেশার কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়।

র‌্যাব জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণে উত্তীর্ণ তরুণদের বান্দরবান ও রাঙ্গামাটির দুর্গম পার্বত্য এলাকায় পরবর্তী ধাপের প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। তারা সেখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর ছত্রছায়ায় প্রশিক্ষণ নেন।

আরও পড়ুন : অপকর্মের জন্য বিএনপির নেতাই নির্বাসনে

বান্দরবানের দুর্গম এলাকায় পরবর্তী ধাপের প্রশিক্ষণে তাদের আগ্নেয়াস্ত্র চালানোসহ প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার বিভিন্ন কৌশল শেখানো হয়। পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ শিবিরে মোট প্রশিক্ষণার্থী ৫০ এর অধিক রয়েছে বলে জানা যায়।

‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সংগঠনটির আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদ নামের ব্যক্তি। যার নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হচ্ছে। এছাড়াও, উগ্রবাদী এই সংগঠনে ৬ জন শূরা সদস্য রয়েছে। যারা দাওয়াতী, সামরিক, অর্থ, মিডিয়া ও উপদেষ্টার দায়িত্বে রয়েছে।

শূরা সদস্য আবদুল্লাহ মাইমুন দাওয়াতী শাখার প্রধান, মাসকুর রহমান সামরিক শাখার প্রধান, মারুফ আহমেদ সামরিক শাখার দ্বিতীয় ব্যক্তি, মোশারফ হোসেন ওরফে রাকিব অর্থ ও গণমাধ্যম শাখার প্রধান, শামীম মাহফুজ প্রধান উপদেষ্টা ও প্রশিক্ষণের সার্বিক তত্ত্ববধায়ক এবং ভোলার শায়েখ আলেম বিভাগের প্রধান হিসেবে সংগঠনটিতে দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বা...

২১ বছর পর পৃথিবীতে সৌরঝড়ের আঘাত 

আন্তর্জাতিক ডেস্ক: ২১ বছর পর পৃথিবীতে শক্তিশালী সৌরঝড় আঘাত...

ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধ...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

পিএসজি ছাড়ার ঘোষণা এমবাপের

স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তার পর অবশেষে প্যারিস সেইন্ট জার...

সাংবাদিক-পুলিশকে মারধর, চেয়ারম্যান গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্...

জিম্বাবুয়ের সান্ত্বনার জয়

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি...

পাবনায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

পাবনা প্রতিনিধি: ‘আমাদের না...

ইন্টারন্যাশনাল স্কুলে আইএসডি ফেয়ার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: স্কুল, শিক্ষার্...

বিশ্ব মা দিবস

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা