নিজস্ব প্রতিবেদক:
প্রথম বাংলাদেশি হিসেবে গ্রামীনফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন ইয়াসির আজমান। ১ ফেব্রুয়ারি থেকে তাকে সিইও হিসেবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার গ্রামীনফোনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।
বিজ্ঞপ্তিতে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পেটার বি ফারবার্গ বলেন, ‘ইয়াসির আজমান গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেই আজকের অবস্থানে এসেছেন। আমি অনেক আনন্দিত যে আজমান আমাদের বাংলাদেশের কার্যক্রমের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। আমি বিশ্বাস করি, আজমান সিইও হিসেবেও তার নতুন চ্যালেঞ্জে সফল হবেন।’
আজমান এর আগে গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী বা ডেপুটি সিইও এবং চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া টেলিনর গ্রুপের বিতরণ, ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
বর্তমান সিইও মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন আজমান। ফোলি ২০১৭ সালের মে মাস থেকে গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব পেয়ে আমি অনেক আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘আমি আমাদের ৭ কোটি ৫০ লাখ গ্রাহকের আস্থাকে সম্মান জানাই। সেই সঙ্গে আমাদের উদ্ভাবনী প্রযুক্তি আর সেবার মাধ্যমে তাদের আরও উন্নত সেবা দিয়ে যেতে চাই।’
Newsletter
Subscribe to our newsletter and stay updated.