বাণিজ্য

নতুন তিনটি চামড়া শিল্প পার্ক করবে বিসিক

সান নিউজ ডেস্ক:

দেশে নতুন তিনটি চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। রাজশাহীর পুঠিয়া, সাভারের ট্যানারি শিল্প নগরী সংশ্লিষ্ট এলাকায় ও চট্টগ্রামের মিরসরাইয়ে এই তিনটি শিল্প পার্ক গড়ে তোলা হবে।

সংবাদ সংস্থা বাসস জানায়, চামড়াজাত পণ্য শিল্প পার্কে মূলত পাদুকা এবং চামড়াজাত পণ্য যেমন-হাতব্যাগ, বেল্ট ও ওয়ালেটসহ অন্যান্য চামড়া পণ্যের শিল্প কারখানা স্থাপন করা হবে। আগামী তিন বছরের মধ্যে এসব শিল্প পার্ক বিনিয়োগ উপযোগী হবে বলে আশা করছে বিসিক।

এ বিষয়ে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, ‘আমাদের দেশে পাদুকা ও চামড়াজাত পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এর বড় একটা অংশ চীন থেকে আমদানি করে পূরণ করা হচ্ছে। আমরা মূলত স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রফতানি আয় সম্প্রসারণের জন্য দেশে পাদুকা ও অন্যান্য চামড়াজাত পণ্য তৈরির জন্য শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।’

তিনি জানান, ইতোমধ্যে রাজশাহীর পুঠিয়ায় একশ একর ও সাভারের ট্যানারি শিল্প নগরী সংশ্লিষ্ট এলাকায় ২শ’ একর জমি নির্ধারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের মিরসরাই শিল্প পার্কে ৩শ’ ২২ একর জমি বরাদ্দের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র কাছে প্রস্তাব করা হয়েছে। সেখানে ইতোমধ্যে একশ’ একর জমি বরাদ্দের সম্মতি পাওয়া গেছে।

মোশতাক হাসান বলেন, দেশে নতুন করে আর কোন ট্যানরি শিল্প নগরীর প্রয়োজন হবে না। কারণ আমাদের দেশে যে কাঁচা চামড়া পাওয়া যায়, সেটা প্রক্রিয়াজাতকরণের জন্য খুব বেশি সময় লাগে না। মূলত ঈদুল আজহার পরবর্তী তিন মাসের জন্য ট্যানারির প্রয়োজনীয়তা দেখা দেয়। সেটার জন্য সাভারের ট্যানারি শিল্পনগরী যথেষ্ট। তাই এখন আমরা ট্যানারির পরিবর্তে চামড়াতজাত পণ্য শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি-আগামী ৩ বছরের মধ্যে রাজশাহী ও সাভারে চামড়াজাত পণ্য শিল্প পার্ক পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। মিরসরাই শিল্প পার্ক প্রস্তুত হতে হয়ত সময় লাগবে ৪ বছর। শিল্প পার্ক প্রস্তুত হলে দ্রুততার সঙ্গে সেখানে শিল্প স্থাপনের কাজ শুরু হবে।’

বিসিক চেয়ারম্যান জানান, প্রত্যেকটি শিল্পপার্ক পরিবেশ বান্ধব ও প্রতিযোগিতা সক্ষম ও আন্তর্জাতিকমানের হবে। সেখানে ট্রেনিং ইন্সটিটিউট, সিইটিপিসহ অন্যন্যা সকল সুযোগ-সুবিধা থাকবে। যাতে সেখানে যে সব পণ্য তৈরি হবে, সেগুলো যেন মানসম্পন্ন এবং রফতানি উপযোগী হয়।

চামড়াজাত পণ্য শিল্প পার্ক স্থাপন হলে দেশে পাদুকা তৈরির শিল্প যেমন সম্প্রসারিত হবে তেমনি বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া বিশ্বের বড় বড় রিটেইলারদের কাছে বাংলাদেশের চামড়া শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

উল্লেখ্য, চামড়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত। মোট রফতানি আয়ের ৪ শতাংশ এই খাত থেকে আসে। বর্তমানে ৬ লাখ মানুষ সরাসরি এই খাতের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাঠ জুড়ে সরিষার হলুদে রঙিন স্বপ্ন কৃষকের

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠ জুড়ে সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। দিগন্তজোড়া হলুদ...

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতিকে বহিষ্কার

ময়মনসিংহের ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

কেশবপুরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে ধানের শীষের প্রার্থীকে জরিমানা

যশোর-০৬ (কেশবপুর) সংসদীয় আসনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আ...

কেশবপুরের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবেঃ আবুল হোসেন আজাদ

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্...

আজ চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ

আজ সকাল ৯টার মধ্যেই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। বিএন...

দিস ইজ দ্যা রিয়েলিটি অফ টাইম : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখানে পাল্লা হচ্ছে ১১...

সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার চেয়ে ইবিতে ফের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্...

ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ট...

ইবি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে শহিদুল-আহনাফ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী কল্য...

উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ তৈয়্যব 

ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় স্থাপিত উপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা