নিজস্ব প্রতিবেদক: পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করা রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীরা পুলিশের লাঠিপেটায় সড়ক ছেড়ে দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন। পরে দুপুর ১২টায় শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করে সড়ক থেকে উঠিয়ে দেয় পুলিশ। কলেজটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, তারা শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ইসমাত রুমিনা বলেন, শিক্ষার্থীরা আমাদের সঙ্গে কথা না বলেই আন্দোলন শুরু করে। তারা চাইছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে দিকনির্দেশনা আসুক। আমরা অভিযোগগুলো লিখিত আকারে দিতে বলেছি।
লালবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফিরোজ বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
সান নিউজ/এসএস
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.