পরিচালক হাসিবুর রেজা কল্লোল,যিনি তাঁর সিনেমা নির্মানে ইতোমধ্যে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন।অপরদিকে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান ,যিনি নির্মাতা কল্লোলের সত্তা ছবিতে অভিনয়ের জন্য দর্শকমহলে প্রসংসিত হয়েছেন এবং সিনেমাটির জন্য সেরা নায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার পেয়েছেন।
এই দুজন সৃষ্টিশীল মানুষ আবার এক হতে যাচ্ছেন কবি সিনেমার মাধ্যমে। নির্মাতা জানান সিনেমার গল্প শোনানোর জন্য তিনি শাকিব খানের কাছে যান, এবং গল্প শুনে শাকিব খান এতই পছন্দ করে ফেলেন যে নিজেই সিনেমাটি প্রযোজনা করতে চাইলেন।এস কে ফিল্মস থেকে বানানো হবে ’কবি’সিনেমাটি। নায়িকা এখনও চুড়ান্ত হয়নি।
ছবির পরিচালক জানালেন, গল্পের কাজ চলছে, ,সব ঠিকঠাক থাকলে শুটিং শুরু হতে পারে মার্চে।তিনি আরোও বলেন ‘শাকিব খানের সাথে প্রথমে অতটা বোঝাপড়া ছিল না,কিন্তু আস্তে আস্তে কাজ করতে যেয়ে দু’জনের মধ্যে বেশ ভালো বোঝাপড়া হয়।
আর বাংলা সিনেমার এই দুজন মানুষেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে।