সারাদেশ

কুড়িগ্রাম ছাড়লেন সেই ডিসি

কুড়িগ্রাম প্রতিনিধি:

অবশেষে সাংবাদিক নির্যাতনের দায় নিয়ে কুড়িগ্রাম ছাড়লেন সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক সুলতানা পারভীন।

১৮ মার্চ বুধবার দুপুরে তিনি কুড়িগ্রাম ছেড়ে চলে গেছেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফার ইয়াসমিন। একই দাবি করেছেন, জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান।

এর আগে ১৬ মার্চ মধ্যরাতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন সুলতানা পারভীন।

এই কর্মকর্তা বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সব কর্মকর্তা-কর্মচারী ডিসির সরকারি বাসভবনে উপস্থিত হয়ে সদ্য প্রত্যাহার হওয়া সুলতানা পারভীনকে বিদায় জানান।

তবে জেলা প্রশাসকের ব্যবহৃত আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র এখনও নিয়ে যাওয়া হয়নি বলে জানিয়েছে ডাকবাংলোর (সিএ) গোপনীয় সহকারী রতন কুমার সাহা।

এদিকে ১৯ মার্চ বৃহস্পতিবার জেলার নতুন প্রশাসক রেজাউল করিম কুড়িগ্রাম নিজ কার্যালয়ে যোগ দেবেন বলে জানা গেছে।

সুলতানা পারভীন ২০১৮ সালের ৩ মার্চ কুড়িগ্রাম জেলার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং গত ১৬ মার্চ ২০২০ এ তাকে সাংবাদিক নির্যাতনের দায়ে প্রত্যাহার করা হয়।

এর আগে ১৩ মার্চ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে তাকে তুলে ডিসি কার্যালয়ে নিয়ে নির্যাতন শেষে মাদক দিয়ে মোবাইল কোর্ট বসিয়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৫ মার্চ আরিফ মুক্তি পান।

এই ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও দুই সহকারী কমিশনারকে প্রত্যাহার করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা