ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পাকিস্তান সীমান্তরেখায় এক বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। কাশ্মিরের রাজৌরি জেলায় এই ঘটনা ঘটে।
বুধবার ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সীমান্তের খারি থ্রায়াত বন দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির থেকে সশস্ত্র কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় তাদরে সাথে বন্দুকযুদ্ধে দুই সেনা মারা যায়।
সেনা কর্মকর্তারা দাবি করেন, সন্ত্রাসীরা প্রবেশ করতে পারে এমন তথ্য পেয়েই অভিযান শুরু করা হয়। অনুপ্রবেশকারীরা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। ওই অঞ্চলে বড় আকারের অভিযান চলছে বলেও জানান তারা।
এর আগে নভেম্বরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, বান্দিপোরা জেলার ওই ঘটনায় নিহতরা দুজনই সন্ত্রাসী। ওই সময় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, এই হামলার পেছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরাই দায়ী।
২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করে দেয় দিল্লি।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.